জবি প্রক্টরের ওপর হামলার অভিযোগ, তাঁতীবাজার মোড়ে শিক্ষার্থীদের অবরোধ

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ছবি: সংগৃহীত

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক মুহাম্মদ তাজাম্মুল হকের ওপর হামলার ঘটনা ঘটেছে বলে অভিযোগ করেছেন শিক্ষার্থীরা। তাঁদের অভিযোগ, আজ সোমবার সন্ধ্যায় গুলিস্তানের লেগুনাস্ট্যান্ডের চালকেরা তাঁতীবাবাজারসংলগ্ন বংশাল এলাকায় এ হামলা করেছেন। এ ঘটনার প্রতিবাদে রাজধানীর তাঁতীবাজার মোড় অবরোধ করেন শিক্ষার্থীরা।

শিক্ষার্থীরা জানান, হামলায় জবির প্রক্টরসহ তাঁর গাড়িচালক আহত হয়েছেন। এ ছাড়া তাঁর গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে।

তবে বংশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রফিকুল ইসলাম বলছেন ভিন্ন কথা। তিনি প্রথম আলোকে বলেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রক্টরকে লক্ষ্য করে কোনো হামলার ঘটনা ঘটেনি। তাঁতীবাজার এলাকায় প্রক্টরের গাড়ির সঙ্গে একটি রিকশার ধাক্কাকে কেন্দ্র করে উত্তেজনা তৈরি হয়। এর জেরে এলাকাবাসীর সঙ্গে একটি অপ্রীতিকর ঘটনা ঘটে। এতে প্রক্টর সামান্য আহত হয়েছেন। তাঁকে হাসপাতালে পাঠানো হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, তাঁতীবাজার মোড় অবরোধের কিছুক্ষণ পরই শিক্ষার্থীরা সেখান থেকে চলে যান।

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ভাষ্য, আজ সকালে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীকে গুলিস্তানের লেগুনাচালকেরা মারধর করেন। পরে শিক্ষার্থীদের একটি অংশ লেগুনাস্ট্যান্ডে গেলে তাঁদের সঙ্গে চালকদের হাতাহাতি হয়। সকালের ঘটনাকে কেন্দ্র করে সন্ধ্যায় প্রক্টরের ওপর হামলা করা হয়েছে।

জবি প্রক্টর মুহাম্মদ তাজাম্মুল হক সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট করে বলেন, ‘প্রিয় জবিয়ান! সবাইকে শান্ত থাকতে অনুরোধ করছি। প্লিজ। আমি বংশাল থানায় এসেছি এবং অপরাধী আটক হয়েছে।’