ঢাকা ও এর পার্শ্ববর্তী এলাকায় আজ শুক্রবার ভোরে বৃষ্টি হয়েছে। এর পরিমাণ ছিল সামান্য। শুধু ঢাকায় নয়, দেশের অন্যত্রও বৃষ্টি হয়েছে। আজ সকাল থেকেই ঢাকার আকাশ মেঘলা। এমন অবস্থা দেশের বিভিন্ন স্থানে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, ছয় বিভাগের কিছু কিছু জায়গায় আজ বৃষ্টি হবে। আর রাজধানীতে দুই দফায় বৃষ্টি হতে পারে।
আজ বেলা ১১টায় দেওয়া আবহাওয়া অধিদপ্তরের আগামী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, রাজশাহী, ঢাকা, খুলনা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু–এক জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলা বৃষ্টি হতে পারে। সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
আবহাওয়া অফিস জানিয়েছে, পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ ভারতের পশ্চিমবঙ্গ ও এর কাছাকাছি এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। আর এ কারণেই মেঘলা আকাশ ও বৃষ্টি।
আবহাওয়া অধিদপ্তর সূত্র জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় রাজধানীতে ১ মিলিমিটার বৃষ্টি হয়েছে। এ সময় দেশের সর্বোচ্চ বৃষ্টি হয়েছে সাতক্ষীরায় ২০ মিলিমিটার। এ ছাড়া বগুড়ায় ৮ মিলিমিটার, খুলনায় ৫ মিলিমিটার, যশোর ও চুয়াডাঙায় ৪ মিলিমিটার করে এবং মাদারীপুর ও গোপালগঞ্জ ৩ মিলিমিটার করে বৃষ্টি হয়।
আবহাওয়াবিদ মনোয়ার হোসেন বলেন, আজ সারা দিন রাজধানীর আকাশ এমন মেঘলা থাকার সম্ভাবনা বেশি। বিকেলের দিকে বৃষ্টি হতে পারে রাজধানীতে। আবার রাতেও বৃষ্টি হতে পারে। দুই দফায় অবশ্য বৃষ্টির পরিমাণ বেশি হবে না।
আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় পঞ্চগড়ের তেঁতুলিয়ায়, ১৭ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। আর গত ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় রাঙামাটি ও কক্সবাজারের টেকনাফে, ৩৩ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।