তুরাগে তরুণকে খুন, দুই দিনেও গ্রেপ্তার হননি হত্যা মামলার আসামি
রাজধানীর তুরাগ এলাকায় ফারদিন শাহরিয়ার ওরফে শুভ (২৫) হত্যায় পুলিশ কাউকে গ্রেপ্তার করতে পারেনি। তুরাগ থানা–পুলিশ বলছে, ফারদিন হত্যা মামলার আসামি মো. রিয়াজকে (২৪) গ্রেপ্তারের চেষ্টা চলছে।
তুরাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রাহাৎ খান প্রথম আলোকে বলেন, পূর্ববিরোধের জের ধরে গত ২৯ জানুয়ারি বিকেলে তুরাগের রানা ভোলা সিরাজ মার্কেটের সামনে ফারদিনকে ছুরিকাঘাত করেন রিয়াজ। পরে তাঁকে উত্তরার একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় তাঁর পরিবারের পক্ষ থেকে রিয়াজকে আসামি করে মামলা করা হয়।
তুরাগ থানার ওসি রাহাৎ খান আরও বলেন, একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করতেন ফারদিন শাহরিয়ার। তুচ্ছ কারণে মামলার আসামি রিয়াজের সঙ্গে ফারদিনের গন্ডগোল হয়। রিয়াজ মাদকসহ বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত বলে অভিযোগ রয়েছে। রিয়াজকে গ্রেপ্তারে একাধিক দল কাজ করছে।
নিহত ফারদিনের বাবা কে এম মাজেদুর রহমান প্রথম আলোকে বলেন, তাঁর নিরীহ ছেলে ফারদিনকে নৃশংসভাবে কুপিয়ে খুন করেছেন রিয়াজ। ঘটনার এক বা দুদিন আগে তাঁর ছেলের সঙ্গে রিয়াজের বিরোধ হয়। এলাকার একজন বয়স্ক লোককে মারধর ও অপমান করেন রিয়াজ। এ ঘটনার প্রতিবাদ করেন তাঁর ছেলে। এর জেরে তাঁর ছেলেকে খুন করা হয়েছে।
রিয়াজকে দ্রুত গ্রেপ্তারের দাবি জানান ফারদিনের বাবা কে এম মাজেদুর রহমান।