হাসপাতালে ডেঙ্গু রোগীর সংখ্যা তিন হাজার ছাড়াল
দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা তিন হাজার ছাড়িয়েছে। আজ শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তর নতুন আরও ৪০ জন ডেঙ্গু রোগীর হাসপাতালে ভর্তি হওয়ার খবর দিয়েছে। এ নিয়ে এই বছর মোট ৩ হাজার ২০ জন ডেঙ্গুতে আক্রান্ত রোগী হাসপাতালে ভর্তি হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের ডেঙ্গু পরিস্থিতির সর্বশেষ তথ্যে বলা হয়েছে, ১ জানুয়ারি থেকে আজ পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ১৪ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে জুন মাসে মারা যায় একজন। জুলাই মাসে মারা যায় ৯ জন। আর আগস্টের প্রথম পাঁচ দিনে মারা গেছে বাকি চারজন।
বরাবরের মতো রাজধানী ঢাকাতে এ বছরও ডেঙ্গুর প্রকোপ বেশি। ঢাকার বাইরে এ বছর ডেঙ্গু রোগী বেশি দেখা যাচ্ছে কক্সবাজার জেলায়। কক্সবাজারে এ বছর ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ২৫৯ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। এর মধ্যে ১৯০ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছে। ৬০ জন এখনো হাসপাতালে ভর্তি আছে। ৯ জন মারা গেছে।
এ বছর ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা পর্যালোচনা করলে দেখা যায়, এ পর্যন্ত কক্সবাজার জেলায় বেশি মৃত্যু হচ্ছে। এ পর্যন্ত মারা যাওয়া ১৪ জনের মধ্যে ৯ জনই কক্সবাজার জেলার। বাকি পাঁচজন ঢাকার।