ডিএমপির নিয়ন্ত্রণ কক্ষের ভবনে লিফটে আটকা ৬ জন উদ্ধার

প্রতীকী ছবি

লিফটে আটকে পড়া ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) নিয়ন্ত্রণ কক্ষে কর্মরত ছয় পুলিশ কনস্টেবলকে উদ্ধার করেছেন ফায়ার সার্ভিসের সদস্যরা। শনিবার রাত ১০টার দিকে তাঁরা ওই ভবনের লিফটে আটকা পড়েন। প্রায় ২২ মিনিট পর তাঁদের উদ্ধার করা হয়।

ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা পরিদর্শক এরশাদ হোসাইন প্রথম আলোকে এই তথ্য নিশ্চিত করেছেন।

উদ্ধার হওয়া ছয়জন হলেন, পুলিশ কনস্টেবল ইলিয়াস (২১), সানাউল্লাহ (২৫), মো. সজল (২৫), মো. জয় (২৩), আনোয়ার (২৫) ও বিপুল (২৫)।

এরশাদ হোসাইন বলেন, ডিএমপির নিয়ন্ত্রণ কক্ষের আটতলা ভবনের নিচ তলায় লিফটে ছয়জন পুলিশ কনস্টেবল আটকা পড়েন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা রাত ১০টা ৭ মিনিটে সেখানে যান। পরে ১০টা ২২ মিনিটে তাঁদের উদ্ধার করা হয়।