‘প্রগতির পথে নারী’ সম্মাননা পেলেন ১২ জন

ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতাল ও চ্যানেল টোয়েন্টি ফোরের যৌথ উদ্যোগে ‘প্রগতির পথে নারী’ সম্মাননা প্রদান করা হয়েছে
ছবি: সংগৃহীত

সমাজের বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখার জন্য ১২ জন আলোকিত নারীকে ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতাল ও চ্যানেল টোয়েন্টি ফোরের যৌথ উদ্যোগে ‘প্রগতির পথে নারী’ সম্মাননা প্রদান করা হয়েছে। শনিবার বিকেলে চ্যানেল টোয়েন্টি ফোরের ব্যাংকুয়েট হলে তাঁদের হাতে সম্মাননা তুলে দেওয়া হয় বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

সম্মাননা পাওয়া নারীরা হলেন প্রশাসনে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব শাহিনা খাতুন, শিক্ষাবিদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের অণুজীব বিজ্ঞান বিভাগের অধ্যাপক সাবিতা রেজওয়ানা রহমান, শিক্ষা সম্প্রসারণে উত্তরা ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ইয়াসমিন আরা লেখা, চিকিৎসাসেবায় স্ত্রী-রোগ ও প্রসূতিবিদ্যা বিশেষজ্ঞ ব্রিগেডিয়ার জেনারেল (অব.) অধ্যাপক আঞ্জুমান আরা বেগম, আইনশৃঙ্খলায় খুলনা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপপুলিশ কমিশনার সোনালি সেন, আইনসেবায় সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার মিতি সানজানা, স্থাপত্যবিদ্যায় আর্কিটেক্টস রিজওনাল কাউন্সিল এশিয়ার (আর্কেশিয়া) আর্কেশিয়া কমিটি অন সোশ্যাল রেসপন্সিবিলিটির চেয়ারপারসন ফারহানা শারমিন ইমু, রবীন্দ্র সংগীতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সংগীত বিভাগের সহযোগী অধ্যাপক অণিমা রায়, নজরুল সংগীতে শিল্পী জান্নাতে রোম্মান তিথি, গণমাধ্যমে দ্য ফিন্যান্সিয়াল এক্সপ্রেসের বিশেষ প্রতিনিধি দৌলত আকতার মালা, বিনোদনে অভিনেত্রী সাবিলা নূর এবং করপোরেট খাতে নেসলে বাংলাদেশ পিএলসির রেগুলেটরি অ্যান্ড সায়েন্টিফিক অ্যাফেয়ার্সের বিভাগীয় প্রধান রেবেকা শারমিন। এ ছাড়া হা-মীম গ্রুপের চার কর্মীকেও সম্মাননা দেওয়া হয়।

একজনের হাতে সম্মাননা তুলে দিচ্ছেন অতিথিরা
ছবি: সংগৃহীত

অনুষ্ঠানে শিল্প মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব জাকিয়া সুলতানা বলেন, ‘সমাজ, রাষ্ট্র ও পারিবারিক উন্নয়নে নারী-পুরুষের অংশগ্রহণ উন্নয়নের অপরিহার্য শর্ত। ডিজিটাল বাংলাদেশ প্রতিষ্ঠায় সরকারের নেওয়া বহুমুখী পদক্ষেপের ফলে দেশের তৃণমূল পর্যায়ে প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে ডিজিটাল বাংলাদেশ উদ্যোগ, সামাজিক নিরাপত্তা বেষ্টনী কর্মসূচি এবং টেকসই উন্নয়ন অভীষ্ট লক্ষ্যমাত্রার সূচকে বাংলাদেশ অগ্রগামী। এ সাফল্যের মূলে রয়েছে নারীর উন্নতি ও ক্ষমতায়নে বিপুল বিনিয়োগ।’

অনুষ্ঠানে স্বাগত বক্তব্যে ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক আশীষ কুমার চক্রবর্ত্তী বলেন, একটি বেসরকারি হাসপাতাল হলেও সামাজিক দায়বদ্ধতা এই হাসপাতালের অন্যতম বৈশিষ্ট্য। দীর্ঘদিন ধরে উন্নত চিকিৎসাসেবা প্রদানের পাশাপাশি আমরা নারী সম্মাননা, গরবিনী মা সম্মাননা, শিক্ষা বৃত্তিসহ বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডের সঙ্গে ব্যাপকভাবে সম্পৃক্ত আছি।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন হা-মীম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ও সংসদ সদস্য এ কে আজাদ, ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালের চেয়ারম্যান ও এফবিসিসিআইয়ের পরিচালক প্রীতি চক্রবর্ত্তী, চ্যানেল টোয়েন্টি ফোরের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) তরুন চক্রবর্ত্তী ও নির্বাহী পরিচালক তালাত মামুন।

পরে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন মিমি আলাউদ্দীন ও ক্লোজআপ ওয়ান তারকা বন্দনা। নৃত্য পরিবেশন করেন ইউনিভার্সেল মেডিকেল কলেজের ছাত্রী নাজরানা ময়ূরাক্ষী।