হাজারীবাগে গুদামে আগুন নিয়ন্ত্রণে এসেছে
ফায়ার সার্ভিসের ১২টি ইউনিটের চেষ্টায় প্রায় আড়াই ঘণ্টা পর রাজধানীর হাজারীবাগের চামড়ার গুদামের আগুন নিয়ন্ত্রণে এসেছে।
ফিনিক্স লেদার নামে কারখানার ওই গুদামে আজ শুক্রবার বেলা ২টা ১৪ মিনিটের দিকে আগুন লাগে। বিকেলে পৌনে ৫টায় আগুন নিয়ন্ত্রণে এসেছে বলে ফায়ার সার্ভিসের সদরদপ্তরের এক বার্তায় জানানো হয়েছে।
সাততলা ভবনের পঞ্চম তলায় গুদামটি অবস্থিত। সেখানে আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১২টি ইউনিট কাজ করে বলে বাহিনীর সদর দপ্তরের নিয়ন্ত্রণকক্ষের কর্মকর্তা রোজিনা আক্তার জানান।
এ ঘটনায় কেউ হতাহত হয়নি জানিয়ে হাজারীবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইফুল ইসলাম বলেন, ভবনে আটকে পড়া ব্যক্তিরা নিরাপদে বেরিয়ে এসেছেন।
গুদামের আগুনের ঘটনায় আটকে পড়া ব্যক্তিদের উদ্ধারে সহায়তায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)–এর সদস্যরা কাজ করেন।