নৌকার প্রার্থীর আচরণবিধি ভঙ্গ, ব্যাখ্যা চেয়েছে অনুসন্ধান কমিটি

ঢাকা-৫ আসনে হারুনর রশীদের সমর্থকেরা কালভার্ট দখল করে তৈরি করেছেন নির্বাচনী প্রচারণার ক্যাম্প; যাতে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘিত হয়েছে। গতকাল দুপুরে রাজধানীর যাত্রাবাড়ী এলাকায়ছবি: দীপু মালাকার

আচরণবিধি ভঙ্গ করে নির্বাচনী প্রচার চালানোর কারণে ঢাকা–৫ আসনে আওয়ামী লীগের প্রার্থী হারুনর রশীদ মুন্নার কাছে চিঠি পাঠিয়ে ব্যাখ্যা চেয়েছে নির্বাচনী অনুসন্ধান কমিটি। কমিটি আগামীকাল বৃহস্পতিবার বিকেল চারটার মধ্যে নৌকার প্রার্থীকে ব্যাখ্যা দিতে নির্দেশ দিয়েছে।

নির্বাচনী অনুসন্ধান কমিটির সদস্য ও ঢাকার যুগ্ম মহানগর দায়রা জজ মো. আমিরুল ইসলামের স্বাক্ষরিত চিঠি গতকাল মঙ্গলবার নৌকা প্রতীকের প্রার্থীকে দেওয়া হয়েছে। ওই চিঠিতে বলা হয়েছে, নৌকা প্রতীকের প্রার্থী ওই আসনের গুরুত্বপূর্ণ স্থাপনায় যেসব ব্যানার–ফেস্টুন টাঙিয়েছেন, তা নির্বাচনী আচরণবিধি অনুযায়ী নির্ধারিত আয়তনের চেয়ে বড়। এ ছাড়া বিভিন্ন স্থাপনা ও দেয়ালে তিনি পোস্টার লাগিয়েছেন।

অনুসন্ধান কমিটি পরিদর্শন করে দেখেছে, নৌকার প্রার্থী তাঁর নির্বাচনী অফিসে আলোকসজ্জা করেছেন। নির্বাচনী প্রচারণার জন্য কয়েকটি গেট নির্মাণ করা হয়েছে। ট্রাক নিয়ে শোভাযাত্রা হয়েছে। বিধি অনুযায়ী একটি ওয়ার্ডে একটি ক্যাম্প করার কথা থাকলেও একাধিক ক্যাম্প তৈরি করা হয়েছে। পুরো নির্বাচনী আসনে মোট কতটি ক্যাম্প করা হয়েছে, এ তথ্যও জানতে চেয়েছে কমিটি।

ওই চিঠিতে আরও উল্লেখ করা হয়, নৌকার প্রার্থী সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালার বিভিন্ন ধারা লঙ্ঘন করেছেন। এসব বিষয়ে প্রার্থীর বক্তব্য জানা আবশ্যক। সে কারণে ২৮ ডিসেম্বর বিকেল চারটার মধ্যে এসব বিষয়ে লিখিত ব্যাখ্যা অনুসন্ধান কমিটির কার্যালয়ে জমা দিতে নির্দেশ দেওয়া হয়েছে।