মিরপুরে আইসিডিডিআরবির ডায়াগনস্টিক সেন্টারের উদ্বোধন

মিরপুরে আজ (আইসিডিডিআরবি) একটি ডায়াগনস্টিক সেন্টার উদ্বোধন করেন স্বাধীনতা পুরস্কার-২০২৩ প্রাপ্ত বিজ্ঞানী ফিরদৌসী কাদরী
ছবি: আইসিডিডিআরবির সৌজন্যে

রাজধানীর মিরপুরে আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র, বাংলাদেশের (আইসিডিডিআরবি) একটি ডায়াগনস্টিক সেন্টারের উদ্বোধন করা হয়েছে। আজ সোমবার এ সেন্টারের উদ্বোধন হয়।

মিরপুর–১১–এর মেট্রোরেল স্টেশনের পশ্চিম দিকে শাগুফতা আরএম সেন্টারে (প্লট ১৬-১৭, মেইন রোড) এই ডায়াগনস্টিক সেন্টার চালু হয়েছে। আজ আইসিডিডিআরবির এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। সেখানে বলা হয়, নতুন কেন্দ্রের মাধ্যমে আইসিডিডিআরবি মিরপুর এবং আশপাশের এলাকার আনুমানিক ১০ লাখ বাসিন্দাকে সর্বোচ্চ আন্তর্জাতিক মান পূরণ করে এমন বিশ্বমানের ডায়াগনস্টিক পরিষেবা দেবে।

আইসিডিডিআরবির সংক্রামক রোগ বিভাগের ভারপ্রাপ্ত সিনিয়র ডিরেক্টর ও স্বাধীনতা পুরস্কার-২০২৩ প্রাপ্ত বিজ্ঞানী ফিরদৌসী কাদরী এ ডায়াগনস্টিক সেন্টারের উদ্বোধন করেন। এ ছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আইসিডিডিআরবির ক্লিনিক্যাল অ্যান্ড ডায়াগনস্টিক সার্ভিসেসের প্রধান ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ডা. মো. ফজলুল কবির, পরিচালক (অর্থ) টমাস লিয়াম ব্যারিসহ অন্য কর্মকর্তারা।

উদ্বোধনী অনুষ্ঠানে ফিরদৌসী কাদরী বলেন, ‘আমরা সব সময় মানুষকে ল্যাবরেটরি টেস্টিং এবং রোগ শনাক্তকরণের ক্ষেত্রে সর্বোত্তম সেবা প্রদান করতে চাই এবং এ ক্ষেত্রে আমরা তাদের কাছে অঙ্গীকারবদ্ধ। এই প্রচেষ্টা থেকেই আজকে মিরপুরে আমাদের নতুন ডায়াগনস্টিক সেন্টারের যাত্রা শুরু হলো। আমরা মিরপুর এবং আশপাশের এলাকার বাসিন্দাদের আমাদের বিশ্বমানের পরিষেবা গ্রহণের জন্য উৎসাহিত করছি; কেননা মানসম্পন্ন স্বাস্থ্যসেবা প্রাপ্তি সবার জন্যই সহজ হওয়া উচিত।’

অনুষ্ঠানে ডা. মো. ফজলুল কবির বলেন, ‘নতুন ডায়াগনস্টিক সেন্টারটির অবস্থান খুবই কৌশলগতভাবে নির্ধারণ করা হয়েছে। এর ফলে শুধু মিরপুরের বাসিন্দারাই নন; যাঁরা উত্তরা, আগারগাঁও এবং ফার্মগেট এলাকায় বসবাস করেন, তাঁরাও মেট্রোরেলের মাধ্যমে খুব সহজেই এখানে আসতে পারবেন। আমাদের বিশ্বাস, এর মাধ্যমে এসব এলাকায় বসবাসকারীরা উপকৃত হবেন।’