জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রীর লাশ উদ্ধার, সহপাঠীদের ধারণা আত্মহত্যা

ফাঁসিপ্রতীকী ছবি

প্রত্যাশা মজুমদার নামের জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) এক ছাত্রীর লাশ উদ্ধার করা হয়েছে। তিনি বিশ্ববিদ্যালয়ের সংগীত বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের ছাত্রী। প্রেমের সম্পর্কে টানাপোড়েনের জেরে তিনি আত্মহত্যা করে থাকতে পারেন বলে সহপাঠীরা জানিয়েছেন। এ ঘটনায় একজনকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নেওয়া হয়েছে।

মঙ্গলবার রাত সাড়ে আটটার দিকে পুরান ঢাকার লক্ষ্মীবাজারের একটি মেস থেকে ফাঁস দেওয়া অবস্থায় প্রত্যাশাকে উদ্ধার করে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান সহপাঠীরা। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

সংগীত বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী তাকরিম আহমেদ বলেন, ‘আমরা খবর পেয়ে হাসপাতালে আসি। চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেছেন। ঠিক কী কারণে আত্মহত্যা করেছেন বুঝতে পারছি না। ধারণা করছি, প্রেমঘটিত কারণে এমনটা করেছে।’

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মুহাম্মদ তাজ্জামুল হক প্রথম আলোকে বলেন, ‘আমরা প্রক্টরিয়াল টিম ও শিক্ষকেরা গিয়ে মেয়েটিকে হাসপাতালে মৃত অবস্থায় পেয়েছি। তাঁর লাশ  মর্গে রাখার ব্যবস্থা করা হয়েছে।’

তাজ্জামুল হক বলেন, ‘আমরা এখনো আত্মহত্যার কারণ জানতে পারিনি। তাঁর পরিবারের সঙ্গে কথা বলে এবং ময়নাতদন্তের পর জানতে পারব। যে ছেলেটির সঙ্গে তাঁর সম্পর্ক ছিল, তাঁকে থানায় রাখা হয়েছে।’

সূত্রাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘অভিযুক্ত ব্যক্তিকে থানায় নিয়ে আসা হয়েছে। এখনো কোনো মামলা হয়নি। পুলিশের একটি টিম হাসপাতালে গেছে। সুরতহাল প্রতিবেদন পেলে আমরা পরবর্তী ব্যবস্থা নেব।’