নিউমার্কেট এলাকায় শেষ মুহূর্তে ক্রেতাদের ভিড়

রাজধানীর নিউমার্কেটসহ আশপাশের বিপণিবিতানগুলো ক্রেতাদের ভিড় দেখা গেছে। ২১ এপ্রিল তোলা
ছবি: প্রথম আলো

ব্যবসায়ীদের কেউ ক্রেতার চাহিদা অনুযায়ী কাপড় দেখাচ্ছেন, কেউ দাম বলছেন, কেউবা আবার ক্রেতার পছন্দ করা কাপড় ভাঁজ করে ব্যাগে ভরে দিচ্ছেন। ক্রেতাদের ভিড়ে ব্যবসায়ীদের এমন ব্যস্ততা চোখে পড়ল রাজধানীর নিউমার্কেট এলাকার বিপণিবিতানগুলোয়। যেন দম ফেলার ফুসরত নেই।

আজ শুক্রবার সকাল থেকেই নিউমার্কেটসহ আশপাশের বিপণিবিতানগুলো এবং ফুটপাতের অস্থায়ী দোকানে ক্রেতাদের ভিড় দেখা গেছে। অনেকে পরিবারের সদস্যদের নিয়ে ঈদের আগের প্রয়োজনীয় জিনিসপত্র কিনছিলেন।

তবে ব্যবসায়ীরা বলছেন, ক্রেতাদের ভিড় থাকলেও বিক্রি খুব একটা ভালো হচ্ছে না। আজ চাঁদ দেখা গেলে কাল ঈদ হবে। কিন্তু অন্যবারের তুলনায় আজ চার ভাগের এক ভাগ বিক্রি হচ্ছে।

সরেজমিন বেলা ১১টার দিকে নিউমার্কেট এলাকার ধানমন্ডি হকার্স, নূরজাহান সুপার মার্কেট, নেহার ভবন শপিং কমপ্লেক্স, বদরুদ্দোজা সুপার মার্কেট, গ্লোব শপিং সেন্টার, নূর ম্যানসন শপিং সেন্টার, গাউছিয়া মার্কেট, চাঁদনী চক শপিং কমপ্লেক্স, চন্দ্রিমা সুপার মার্কেট, ঢাকা নিউ সুপার মার্কেট এবং ঢাকা নিউমার্কেটে ক্রেতাদের ভিড় দেখা গেছে।

নূরজাহান সুপার মার্কেটের ব্যবসায়ী আতিক আহমেদ বলেন, সকাল থেকেই ক্রেতারা ভিড় করছেন। তবে বিক্রি হচ্ছে কম। দুপুর সাড়ে ১২টা পর্যন্ত গতবারের তুলনায় চার ভাগের এক ভাগ বেচাকেনা হয়েছে।

রাজধানীর নিউ র্কেট এলাকার ফুটপাতে কেনাকাটা করছেন অনেকেই। ২১ এপ্রিল তোলা
ছবি: প্রথম আলো

মিরপুর থেকে নূরজাহান মার্কেটে এসেছেন আমান আলী। সন্তানদের জন্য গেঞ্জি, শার্ট ও প্যান্ট পছন্দ করছিলেন তিনি। আমান আলী বলেন, ‘প্রতিবছর ঈদের এক সপ্তাহ আগেই কেনাকাটা করি। এ বছর গত কয়েক দিনের গরমে আর মার্কেটে আসা হয়নি। তাই আজকে এসেছি। এবার বিক্রেতারা বেশি বেশি দাম চাইছেন।’

মার্কেটে আসা নারীদের অনেকে জামার সঙ্গে মিলিয়ে জুতা, অলংকার ও ব্যাগ পছন্দ করছিলেন। নিউমার্কেট এলাকায় যেখানে বিভিন্ন ধরনের অলংকার বিক্রি হয়, সেই নূর ম্যানশন ও গাউছিয়া মার্কেটের নিচতলা এবং ফুটপাতের দোকানে নারী ক্রেতাদের ভিড় বেশি দেখা গেছে।

গাউছিয়ার সামনে নারীদের ব্যাগ বিক্রি করছিলেন ব্যবসায়ী মো. রাসেল। তিনি বলেন, কাস্টমার থাকলেও বিক্রি খুব বেশি হচ্ছে না। সকাল সাড়ে ৯টায় দোকান খুলে বেলা ১টা পর্যন্ত প্রায় ১২ হাজার টাকার বিক্রি করতে পেরেছি। অন্যান্যবার এই সময়ে ৪০ থেকে ৫০ হাজার টাকার বিক্রি হয়।

ফুটপাতের এক দোকানে ক্রেতাকে কাপড় দেখাচ্ছেন একজন বিক্রেতা। রাজধানীর নিউমার্কেট এলাকায়, ২১ এপ্রিল তোলা
ছবি: প্রথম আলো

ওই সড়কের বিপরীতে ঢাকা নিউমার্কেট, নিউ সুপার মার্কেট ও চন্দ্রিমা সুপার মার্কেটে ক্রেতাদের ভিড় ছিল। লালবাগের বাসিন্দা আফরোজা খন্দকার তাঁর দুই মেয়ের জন্য জামা পছন্দ করছিলেন। তিনি বলেন, প্রতিবছর ঈদের দুই-একদিন আগেই কেনাকাটা করি। তাঁর অভিযোগ, এবার ব্যবসায়ীরা একটু বেশি বেশি দাম চাইছেন।

আফরোজা খন্দকার বলেন, দুই মেয়ের জামার জন্য বাজেট ১ হাজার ৮০০ টাকা থেকে ২ হাজার টাকা। কিন্তু বিক্রেতা একজনের জামার দাম দেড় হাজার টাকা চাইছেন। পছন্দ হলেও দামের কারণে কয়েকটি দোকান থেকে ফিরে আসতে হয়েছে।