মহাখালী বাস টার্মিনালে সকালে যাত্রী নেই, ছাড়ছে না বাস

মহাখালী বাস টার্মিনালে যাত্রীর অপেক্ষায় বাস। সকাল সাড়ে ৯টার দিকে
ছবি: আহমদুল হাসান

বিএনপিসহ বিরোধী দলগুলোর দ্বিতীয় দফা ৪৮ ঘণ্টা অবরোধের প্রথম দিন আজ রোববার সকালে মহাখালী বাস টার্মিনালে যাত্রী নেই বললেই চলে।

সকাল ৯টা থেকে সাড়ে ৯টার দিকে মহাখালী বাস টার্মিনালে গিয়ে দেখা যায়, সৌখিন পরিবহনের একটি বাস ময়মনসিংহে যাত্রীর জন্য অপেক্ষা করছে। তবে কোনো যাত্রী না থাকায় সেটি ছেড়ে যেতে পারছে না।

সৌখিন পরিবহনের চালক মনির হোসেন প্রথম আলোকে বলেন, কোনো যাত্রী নেই। ভোর থেকে তিনি যাত্রীর জন্য অপেক্ষা করছেন। তিনি বলেন, অন্যদিন এ সময়ে শুধু সৌখিন পরিবহনেরই অন্তত ২০টি গাড়ি ময়মনসিংহের উদ্দেশে ছেড়ে যায়। আজ এখন পর্যন্ত একটিও ছেড়ে যায়নি। চালকেরা টার্মিনালে অলস সময় পার করছেন।
মহাখালী বাস টার্মিনাল এলাকায় একদল পুলিশ সদস্যকে নিরাপত্তার দায়িত্ব পালন করতে দেখা গেছে। টার্মিনালে দায়িত্বরত তেজগাঁও শিল্পাঞ্চল থানার উপপরিদর্শক (এসআই) মিজানুর রহমান প্রথম আলোকে বলেন, টার্মিনালে সকাল থেকেই তেমন যাত্রী নেই। এ কারণে এখান থেকে খুব বেশি বাস ছেড়ে যাচ্ছে না। এ এলাকায় কেউ যেন কোনো অপ্রীতিকর ঘটনা ঘটাতে না পারে, সে জন্য তাঁরা সতর্ক থেকে দায়িত্ব পালন করছেন।

বাস টার্মিনালে এনা পরিবহনের কাউন্টারের সামনে কয়েক যাত্রীকে অপেক্ষা করতে দেখা গেছে। তাঁরা ময়মনসিংহে যাওয়ার জন্য অপেক্ষা করছেন। তাঁদের একজন আমিনুল ইসলাম। তিনি প্রথম আলোকে বলেন, তিনি ময়মনসিংহে বেসরকারি একটি প্রতিষ্ঠানে চাকরি করেন। আধঘণ্টার বেশি সময় ধরে তিনি অপেক্ষা করছেন। কখন বাস ছেড়ে যাবে, সেটিও কেউ বলতে পারছে না।

মহাখালী বাস টার্মিনাল ফাঁকা। সকাল সাড়ে ৯টার দিকে
ছবি: আহমদুল হাসান

এনা পরিবহনের কাউন্টারম্যান অন্তর বিশ্বাস জয় প্রথম আলোকে বলেন, আজ যাত্রী একেবারেই নেই। সকাল থেকে ৯টি বাস ময়মনসিংহের উদ্দেশে ছেড়ে গেছে। কিন্তু কোনোটিতেই যাত্রী পরিপূর্ণ ছিল না। অন্যদিন এ সময়ে ২০টির বেশি বাস ছেড়ে যায় এবং বাসে কোনো আসন ফাঁকা যায় না।

বিএনপিসহ বিরোধী দলগুলোর দ্বিতীয় দফার ৪৮ ঘণ্টার সড়ক, রেল ও নৌপথ অবরোধ আজ সকাল ছয়টায় শুরু হয়েছে। আগামী মঙ্গলবার সকাল ছয়টায় এ কর্মসূচি শেষ হবে।