‘ঢাকা চাকা’ ও ‘গুলশান চাকা’র ভাড়া ৫ টাকা কমানোর সিদ্ধান্ত
রাজধানীর গুলশান-বনানী-বারিধারা-নিকেতন এলাকায় চলাচলকারী বাস ‘ঢাকা চাকা’ ও ‘গুলশান চাকা’র ভাড়া কমছে। প্রতিটি গন্তব্যে আগের চেয়ে ভাড়া পাঁচ টাকা কমানোর নির্দেশ দিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম। এত দিন যাত্রীদের কাছ থেকে পরিবহন দুটি নিজেদের সুবিধামতো নির্ধারিত ভাড়া আদায় করে আসছিল।
আজ বৃহস্পতিবার দুপুরে গুলশানে ডিএনসিসির নগর ভবনে ‘গুলশান-বনানী-বারিধারা-নিকেতন এলাকায় চলাচলকারী কমিউনিটি বাসসেবা নাগরিক বান্ধব করা’ শীর্ষক এক সভায় মেয়র এ নির্দেশনা দেন। ওই দুটি বাস কোম্পানির প্রতিনিধিরা তা মেনেও নিয়েছেন। আগামীকাল শুক্রবার (২৩ ফেব্রুয়ারি) থেকে এ সিদ্ধান্ত কার্যকর হবে।
সভায় মেয়র আতিকুল বলেন, ‘নিয়ম না মেনে চাইলেই ভাড়া বাড়িয়ে দেওয়া যাবে না। নির্দিষ্ট প্রক্রিয়া অনুসরণ করেই ভাড়া সমন্বয় করতে হবে।’
যেসব শর্তে এই বাস সার্ভিস চালু করা হয়েছিল, সেগুলো মেনে চলতে হবে উল্লেখ করে মেয়র বলেন, প্রতিটি গাড়িতে সিসি (ক্লোজড সার্কিট) ক্যামেরা থাকবে, কার্যকরী ও সচল এসি থাকবে। বাসের পরিবেশ নোংরা থাকা যাবে না। আরামদায়ক আসন থাকতে হবে।
ডিএনসিসির জনসংযোগ বিভাগ জানায়, ঢাকা চাকা ও গুলশান চাকা পরিবহন একটি রুটে বনানীর কাকলি থেকে গুলশান-২ নম্বর হয়ে যুক্তরাষ্ট্রের দূতাবাসের সামনে নতুনবাজার পর্যন্ত চলাচল করে। এই দুই পরিবহনের অন্য রুটটি হচ্ছে গুলশান-২ নম্বর থেকে গুলশান-১ নম্বর হয়ে নাবিস্কো পর্যন্ত। এই সব কটি গন্তব্যের ভাড়া নতুন সিদ্ধান্ত অনুযায়ী ৫ টাকা করে কম হবে।
তবে ভাড়া কমানোর সিদ্ধান্ত নিয়ে ঢাকা চাকা পরিবহনের চেয়ারম্যান মন্টু মিয়ার বক্তব্য কিছুটা ভিন্ন। তিনি মুঠোফোনে প্রথম আলোকে বলেন, শুধু বনানীর কাকলি থেকে যুক্তরাষ্ট্রের দূতাবাস পর্যন্ত গন্তব্যের ভাড়া কমানো হয়েছে। এই গন্তব্যে আগে ভাড়া নেওয়া হতো ৩০ টাকা। এখন সেটা ২৫ টাকা রাখা হবে। এ ছাড়া অন্য গন্তব্যের (গুলশান-২ থেকে গুলশান-১ ও নাবিস্কো) ভাড়া আগের মতোই থাকবে।
এদিকে স্মার্ট, আধুনিক, গণবান্ধব, মানসম্মত বাস সার্ভিস নিশ্চিত করার লক্ষ্যে ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তাকে আহ্বায়ক করে একটি কমিটি গঠনের সিদ্ধান্ত হয়েছে। এতে সোসাইটির প্রতিনিধি, ট্রাফিক বিভাগের প্রতিনিধি, পরিবহন কোম্পানির প্রতিনিধিরা থাকবেন। সার্বিক বিষয়ে প্রতি মাসে কমিটি সভা করে বিভিন্ন সিদ্ধান্ত নেবেন।
সভায় অন্যদের মধ্যে ঢাকা চাকা ও গুলশান চাকার প্রতিনিধিসহ ঢাকা মেট্রোপলিটন পুলিশ, গুলশান সোসাইটি, বনানী সোসাইটি ও বারিধারা সোসাইটির প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।