রাজধানীতে রিকশার ধাক্কায় প্রাণ গেল নারীর

রাজধানীর রামপুরায় ব্যাটারিচালিত রিকশার ধাক্কায় পারভীন বেগম (৬০) নামের এক নারী নিহত হয়েছেন। আজ রোববার সকালে রামপুরার বউবাজার এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ জানিয়েছে, পারভীন বেগমের বাড়ি ফরিদপুর সদর উপজেলার পাচুরিয়া গ্রামে। তাঁর স্বামীর নাম শহীদ হাওলাদার। তিনি পূর্ব রামপুরার বউবাজার এলাকায় ছেলের সঙ্গে থাকতেন।

নিহত নারীর পুত্রবধূ জেসমিন বেগম বলেন, তাঁর শাশুড়ি সকাল ১০টার দিকে বাসার কাছে কাঁচাবাজারে গিয়েছিলেন। পরে তিনি খবর পান, শাশুড়ি দুর্ঘটনার শিকার হয়েছেন। গুরুতর আহত অবস্থায় তাঁকে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

রামপুরা থানার উপপরিদর্শক কামরুল ইসলাম বলেন, মরদেহটি বেলা সোয়া দুইটার দিকে ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে। রিকশা ও সেটির চালককে আটক করা হয়েছে।