গ্যালারি কায়ায় ধ্রুপদি শিল্পকলার দশ দিগন্ত
দেশবরেণ্য শিল্পীদের বিভিন্ন মাধ্যমের কাজ নিয়ে ‘ক্ল্যাসিক টেন’ নামের প্রদর্শনী শুরু হচ্ছে আগামীকাল শনিবার। উত্তরার ৪ নম্বর সেক্টরের ১৬ নম্বর সড়কের ২০ নম্বর বাড়ির গ্যালারি কায়াতে প্রদর্শনী শুরু হবে বিকেল সাড়ে পাঁচটায়। তবে কোনো আনুষ্ঠানিক উদ্বোধনী থাকবে না। শিল্পী, সংগ্রাহক আর অনুরাগীদের জন্য খুলে দেওয়া হবে প্রদর্শনীর কক্ষ।
প্রদর্শনী আয়োজন করা হয়েছে ১০ শিল্পীর ৩৭টি শিল্পকর্ম নিয়ে। শিল্পীরা হলেন এস এম সুলতান, মুর্তজা বশীর, সমরজিৎ রায়চৌধুরী, হাশেম খান, রফিকুন নবী, হামিদুজ্জামান খান, শাহাবুদ্দিন আহমেদ, চন্দ্র শেখ দে, মোহাম্মদ ইউনুস ও রণজিৎ দাস।
প্রদর্শনীতে শিল্পীদের আঁকা ১৯৫৬ থেকে চলতি বছর পর্যন্ত বিভিন্ন সময়ের শিল্পকর্ম রয়েছে। তেলরং, অ্যাক্রিলিক, জলরং, কালি-কলম, ছাপচিত্র ও মিশ্র মাধ্যমের এসব কাজে রাষ্ট্রভাষা আন্দোলন থেকে শুরু করে বাংলার নিসর্গ, প্রতিকৃতি, বিমূর্ত রীতির কলাকৃতি উঠে এসেছে। প্রদর্শনীটি সবার জন্য খোলা থাকবে বেলা সাড়ে ১১টা থেকে সন্ধ্যা সাড়ে ৭টা পর্যন্ত। চলবে আগামী ২ এপ্রিল পর্যন্ত।