আত্মহত্যার চেষ্টা ছাত্রলীগ নেতার, ফেসবুক লাইভ দেখে উদ্ধার করল পুলিশ

খালিদ সাইফুল্লাহ
ছবি: সংগৃহীত

রাজধানীর রামপুরায় নিজ বাসায় আত্মহত্যার চেষ্টার সময় ছাত্রলীগের এক নেতাকে উদ্ধার করেছে পুলিশ। রোববার রাতে ফেসবুকে আত্মহত্যার ইঙ্গিত দিয়ে করা একটি পোস্ট দেখে রামপুরা থানা–পুলিশ তাঁকে উদ্ধার করে।

পুলিশ জানিয়েছে, ছাত্রলীগের ওই নেতার নাম খালিদ সাইফুল্লাহ। তিনি রামপুরা থানা শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদকের দায়িত্বে রয়েছেন। খালিদ এখন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। রামপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলামসহ পুলিশ সদস্যরা সেখানে রয়েছেন।

ওসি রফিকুল ইসলাম প্রথম আলোকে বলেন, আত্মহত্যার ইঙ্গিত দিয়ে খালিদ সাইফুল্লাহর করা ফেসবুক লাইভের লিংকটি পেয়ে ১৫ মিনিটের মধ্যে তাঁর বনশ্রী সি ব্লকের বাসার পৌঁছান তাঁরা। খালিদ গলায় ফাঁস দিয়ে সিলিং ফ্যানের সঙ্গে ঝুলে আত্মহত্যার চেষ্টা করছিলেন জানিয়ে তিনি বলেন, ‘সরাসরি আমরা গিয়ে দরজা ভেঙে উদ্ধার করেছি। ছেলেটিকে বাঁচাতে পেরে ভালো লাগছে।’

সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তারা জানিয়েছেন, খালিদ সাইফুল্লাহ বিবাহিত। কিন্তু বিবাহিতদের ছাত্রলীগ করার ক্ষেত্রে বিধিনিষেধ থাকায় খালিদ বিষয়টি প্রকাশ করেননি। সম্প্রতি বৈবাহিক সম্পর্কের বিষয়টি নিয়ে স্ত্রীর সঙ্গে তাঁর দ্বন্দ্ব বাধে। একপর্যায়ে তাঁর বিরুদ্ধে নির্যাতনসহ নানা অভিযোগে মামলা করেন স্ত্রী। ওই মামলায় দুই দফায় গ্রেপ্তার হন খালিদ। দ্বিতীয়বার কারাগার থেকে বের হয়ে রোববার রাতে আত্মহত্যার চেষ্টা করেন তিনি।