আদম তমিজীকে ‘সময়োপযোগী পরিস্থিতিতে’ আটক করা হবে: র্যাব
হক গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আদম তমিজী হককে ‘সময়োপযোগী পরিস্থিতিতে’ আটক করা হবে বলে জানিয়েছে র্যাব। আজ শনিবার দুপুরে রাজধানীর কারওয়ান বাজারের র্যাবের মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা জানানো হয়।
আদম তমিজীর বিরুদ্ধে সাইবার নিরাপত্তা আইনের মামলা ছাড়াও আরও মামলা রয়েছে। গত বৃহস্পতিবার রাতে তাঁকে গ্রেপ্তার করতে গুলশানের বাসায় গিয়েছিল র্যাব।
র্যাবের মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে বক্তব্য দেন সংস্থাটির আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন। তিনি বলেন, ‘আদম তমিজীর বিরুদ্ধে সাইবার নিরাপত্তা আইনে মামলা ও তাঁর (তমিজী) স্ত্রীর করা মামলাসহ আরও মামলা রয়েছে। তাঁর বাসায় অভিযানের তল্লাশি পরোয়ানা রয়েছে। অভিযোগের ভিত্তিতে সব নিয়ম মেনেই আমরা তাঁকে আইনের আওতায় আনতে তাঁর বাসায় যাই।’ বৃহস্পতিবার র্যাব কর্মকর্তারা নিয়ম মেনেই ম্যাজিস্ট্রেট, চিকিৎসকসহ সেখানে অভিযানে যান। সেখানে তিনি বেশ কিছু অপ্রীতিকর ঘটনা ঘটান। এমন পরিস্থিতি এড়াতে তাঁকে গ্রেপ্তার করা হয়নি। তবে অভিযান চলমান, ‘সময়োপযোগী পরিস্থিতিতে’ তাঁকে আটক করা হবে।
খন্দকার মঈন আরও বলেন, ‘তাঁর বাসায় একজন ইউকের (যুক্তরাজ্য) নাগরিক ছিলেন, চতুর্থ স্ত্রী ছিলেন। সব নিয়ম মেনেই আমরা গ্রেপ্তার করতে চেষ্টা করি। কিন্তু একপর্যায়ে তিনি ছুরি নিয়ে সুইসাইড (আত্মহত্যা) করার হুমকি দেন, জানালার গ্লাস (কাচ) ভেঙে ফেলেন, এক পা বাইরে দিয়ে লাফ দেওয়ার হুমকি দেন। পরে অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে গ্রেপ্তার করা হয়নি।’
র্যাব পরিচালক বলেন, ‘আমরা স্বাভাবিকভাবে তাঁকে গ্রেপ্তার করতে চাই। তিনি একেকবার একেক কথা বলছিলেন। এর আগে তিনি তাঁর কারখার সব শ্রমিককে ডেকে এনে আটকে রেখেছিলেন। এরপর বাসার প্রধান ফটক ঝালাই করে দিয়েছেন, যাতে কেউ বের হতে না পারে। এমনকি শ্রমিকেরা বের হতে গেলে তাঁদেরও আত্মহত্যার হুমকি দিয়েছেন তিনি। পরে আমরা তাঁর বাসায় গেলে শ্রমিকেরা বেরিয়ে যান। আমরা স্বাভাবিক ও সুস্থভাবে তাঁকে আইনের আওতায় আনতে চাই।’
১৫ নভেম্বর ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) ৪৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর এবং স্বেচ্ছাসেবক লীগের ঢাকা মহানগর উত্তরের সাধারণ সম্পাদক আনিছুর রহমান বাদী হয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও আওয়ামী লীগের নামে কটূক্তির অভিযোগে মামলা করেন।
আদম তমিজী হক ২০২০ সালে ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচনে মেয়রপদে আওয়ামী লীগের মনোনয়ন পাওয়ার চেষ্টা করেছিলেন। তিনি ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সদস্য ছিলেন। গত সেপ্টেম্বরে ফেসবুক লাইভে তাঁর নিজের পাসপোর্ট পুড়িয়ে এবং নিজ দল আওয়ামী লীগের এক নেতার বিরুদ্ধে বক্তব্য দিয়ে আলোচনায় আসেন। এরপর তাঁকে আওয়ামী লীগ থেকে বহিষ্কার করা হয়। আদম তমিজীর ব্রিটিশ নাগরিকত্ব রয়েছে।