রাজধানীতে বাসের চাপায় পরিচ্ছন্নতাকর্মী নিহত

সড়ক দুর্ঘটনাপ্রতীকী ছবি

রাজধানীর বংশালে বাসের চাপায় আবুল কালাম (৬০) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। তিনি ঢাকা উত্তর সিটি করপোরেশনের ট্রাক পরিচ্ছন্নতাকর্মী ছিলেন। আজ রোববার বেলা দেড়টার দিকে বংশাল থানার সামনে মূল সড়কে এ দুর্ঘটনাটি ঘটে।

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে আসা পথচারী ইসমাইল হোসেন জানান, সদরঘাটগামী তানজিল পরিবহনের একটি বাসের চাকার নিচে ওই ব্যক্তি চাপা পড়ে গুরুতর আহত হন। আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে বেলা দুটার দিকে হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ইসমাইল হোসেন বলেন, স্থানীয় লোকজন তানজিল পরিবহনের বাসটিকে আটক করেছেন। তবে পালিয়ে গেছেন চালক ও হেলপার।

ঢামেক পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. ফারুক বলেন , মৃতদেহটি হাসপাতাল মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় অবগত করা হয়েছে। তাৎক্ষণিক মৃত ব্যক্তির বিস্তারিত পরিচয় জানা যায়নি।