সাদা স্কচটেপে মোড়ানো ৩২টি সোনার বার

শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের সদস্যরা যাত্রী হাফিজ হাসানকে আটক করেনছবি: সংগৃহীত

ঢাকায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রায় চার কেজি সোনাসহ এক যাত্রীকে আটক করা হয়েছে। তাঁর নাম হাফিজ হাসান। আজ বুধবার বিকেলে বিমানবন্দর থেকে তাঁকে আটক করেন শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের সদস্যরা।

শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে সোনা চোরাচালানের খবর পেয়ে অভিযান চালিয়ে হাফিজ হাসানকে বিমানবন্দর থেকে আটক করা হয়। ওমান এয়ারলাইনসের একটি উড়োজাহাজে তিনি দেশে ফিরেছিলেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আজ বেলা সাড়ে তিনটার দিকে উড়োজাহাজটি বোর্ডিং ব্রিজে সংযুক্ত হয়। দ্রুতই উড়োজাহাজে ওঠেন অধিদপ্তরের সদস্যরা। তল্লাশির এক পর্যায়ে হাফিজ হাসানের সামনের আসনের পকেটে সাদা স্কচটেপে মোড়ানো অবস্থায় ৩২টি সোনার বার পান তাঁরা।

শুল্ক গোয়েন্দা অধিদপ্তর জানিয়েছে, প্রথমে হাসান হাফিজের কাছ থেকে জব্দ করা সোনার ওজন ৩ কেজি ৭১২ গ্রাম। পরে তল্লাশি চালিয়ে আরও ৯৮ গ্রাম স্বর্ণালংকার জব্দ করা হয়। জব্দ করা সোনার মূল্য আনুমানিক ৩ কোটি ২৯ লাখ টাকা। আটক করার পর হাফিজ হাসানকে বিমানবন্দর থানার হেফাজতে দেওয়া হয়েছে। তাঁর বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।