রাজধানীর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে শুল্ক বিভাগের গুদামে থাকা লকার থেকে সোনা চুরির মামলায় আটজনকে গ্রেপ্তার করা হয়েছে। জিজ্ঞাসাবাদের জন্য তাঁদের আগেই হেফাজতে নেওয়া হয়েছিল।

গোয়েন্দা পুলিশের (ডিবি) উত্তরা বিভাগের উপকমিশনার আকরামুল হোসেন প্রথম আলোকে এ তথ্য নিশ্চিত করেন। আসামিদের আদালতের মাধ্যমে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হবে।

গ্রেপ্তার হওয়া আটজন হলেন বিমানবন্দরের ভেতরের ওই গুদামের দায়িত্ব পালনকারী চারজন সহকারী রাজস্ব কর্মকর্তা মাসুদ রানা, সাইফুল ইসলাম, শহিদুল ইসলাম ও আকতার শেখ। অন্য চারজন সিপাহি। তাঁরা হলেন রেজাউল করিম, মোহাম্মদ মোজাম্মেল হক, আফজাল হোসেন ও নিয়ামত হাওলাদার।

সোনা চুরির ঘটনায় ৩ সেপ্টেম্বর রাতে ঢাকা শুল্ক বিভাগের সহকারী রাজস্ব কর্মকর্তা মোহাম্মদ সোহরাব হোসেন বাদী হয়ে মামলা করেন।

আরও পড়ুন

বিমানবন্দরে সরকারি সংস্থার লকার থেকে ৫৫ কেজি সোনা গায়েব

আরও পড়ুন

বিমানবন্দরে লকার থেকে ৫৫ কেজি সোনা চুরির ঘটনায় মামলা, জানা গেল আরও তথ্য

আরও পড়ুন

বিমানবন্দরের লকার থেকে ৫৫ কেজি সোনা চুরি হয় কীভাবে