উদ্যোক্তার খোঁজে শুরু হয়েছে স্টার্টআপ ক্যাম্পাস

আইডিয়া প্রকল্পের উদ্যোগে দেশের বিশ্ববিদ্যালয় পর্যায়ে শুরু হচ্ছে স্টার্টআপ ক্যাম্পাস
ছবি: সংগৃহীত

দেশের বিশ্ববিদ্যালয় পর্যায়ে উদ্যোক্তার খোঁজে স্টার্টআপ ক্যাম্পাস শুরু হয়েছে। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের (আইসিটি) উদ্ভাবন ও উদ্যোক্তা উন্নয়ন একাডেমি প্রতিষ্ঠাকরণ (আইডিয়া) প্রকল্প এ ক্যাম্পেইনের আয়োজন করেছে। গতকাল মঙ্গলবার ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে (ডিআইইউ) এ ক্যাম্পেইনের উদ্বোধন হয়। 

আইসিটি বিভাগের সংস্থা বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের একটি প্রকল্প হচ্ছে আইডিয়া। তাদের স্টার্টআপ ক্যাম্পাসের ক্যাম্পেইন চলবে ২০২৩ সালের মার্চ পর্যন্ত। এ সময় দেশের ৪৫টির বেশি বিশ্ববিদ্যালয়ে ক্যাম্পেইনটি অনুষ্ঠিত হবে। তবে স্কুল, কলেজ, মাদ্রাসা, কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানসহ যেকোনো শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরাও আইডিয়া প্রকল্পে তাদের উদ্ভাবনী আইডিয়া জমা দিতে পারবে। 

আগ্রহীরা আইডিয়া প্রকল্পের ওয়েবসাইট -এ গিয়ে নিবন্ধনের মাধ্যমে নিজেদের আইডিয়া বা স্টার্টআপ সম্পর্কিত আবেদন জমা দিতে পারবে। 

এরপর প্রাথমিক যাচাই শেষে সিলেকশন কমিটির মাধ্যমে নির্বাচিত স্টার্টআপদের থেকে আইডিয়ার উপস্থাপনা দেখা হবে। সেখান থেকে চূড়ান্তভাবে নির্বাচিত স্টার্টআপকে ১০ লাখ টাকা অনুদান দেওয়া হবে। 

স্টার্টআপ ক্যাম্পাসের উদ্বোধন করেন ডিআইইউ উপাচার্য অধ্যাপক এম লুৎফর রহমান। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন আইডিয়া প্রকল্পের প্রকল্প পরিচালক মো. আলতাফ হোসেন, ডিআইইউয়ের সায়েন্স অ্যান্ড ইনফরমেশন টেকনোলজি বিভাগের ডিন অধ্যাপক  মো. ফোখরে হোসেন প্রমুখ।