কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক পোর্টাল করবে ভূমি মন্ত্রণালয়
ভূমি–সম্পর্কিত জ্ঞান এবং সব ধরনের তথ্য সবার হাতের মুঠোয় পৌঁছে দিতে ভূমি মন্ত্রণালয় কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক পোর্টাল চালু করবে।
এই পোর্টাল তৈরিতে ইন্টেলিজেন্স ল্যান্ড নলেজ ম্যানেজমেন্ট সিস্টেম ই–বুক প্রস্তুতির জন্য গতকাল বৃহস্পতিবার ভূমি মন্ত্রণালয়ের সঙ্গে ড্রিম৭১ বাংলাদেশ লিমিটেডের চুক্তি স্বাক্ষরিত হয়।
কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক এই পোর্টালে একটি চ্যাটবট থাকবে, যা কেউ নিজের প্রোফাইল খোলার মাধ্যমে বিনা মূল্যে ব্যবহার করতে পারবে। বাংলা ও ইংরেজি ভাষাতে কথা বলার সুযোগ থাকবে।
ভূমি–সম্পর্কিত আইন, নিয়মকানুন, হিসাব ছাড়াও পোর্টালটিতে ভূমি ও ভূমি আইন–সম্পর্কিত বিভিন্ন বই পড়ার সুবিধা থাকবে।
আগামী মার্চ মাসের মধ্যে পোর্টাল তৈরির কাজ শেষ হবে।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে ভূমি মন্ত্রণালয়ের পক্ষে মন্ত্রণালয়ের যুগ্ম সচিব জাহিদ হোসেন এবং ড্রিম৭১–এর পক্ষে প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক রাশাদ কবির চুক্তিতে স্বাক্ষর করেন। এ সময় ভূমি মন্ত্রলায়ের সচিব মোস্তাফিজুর রহমান উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে ভূমি সচিব বলেন, ভূমি জ্ঞান সিস্টেমে কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি ব্যবহার করা হবে, যেন সাধারণ মানুষ তাঁদের প্রয়োজনীয় আইন খুব সহজেই খুঁজে পান। এ ছাড়া কেউ কোনো সমস্যায় পড়লে, এর প্রতিকারে কী ধরনের আইন ও বিধিবিধান প্রয়োজন, তা–ও এই সিস্টেম খুব সহজে বের করে দেবে। এর অনন্য বৈশিষ্ট্যের মধ্যে থাকবে, প্রতিবন্ধী এবং বিশেষ চাহিদাসম্পন্ন মানুষ যেন এই সিস্টেম সহজে ব্যবহার করতে পারেন, সে জন্য ব্যবস্থা। এসব সুবিধার মধ্যে আছে রিড-অ্যালাউড ব্যবস্থা। অর্থাৎ ভয়েস সার্চ (স্পিচ টু টেক্সট সার্চিং/মুখে সার্চ) করলেই কাঙ্ক্ষিত বিষয় সিস্টেম থেকে শোনা যাবে।
ভূমি সচিব বলেন একটি দেশের প্রতিটি নাগরিক, বিশেষত জমির মালিকের জন্য ভূমির আইন ও বিধিবিধান সম্পর্কে সম্যক জ্ঞান থাকা অপরিহার্য। এ জন্য প্রতিবন্ধী ও বিশেষ চাহিদাসম্পন্ন মানুষসহ সবার সুবিধার কথা বিবেচনা করে স্মার্ট ও বুদ্ধিমান ভূমি জ্ঞান ব্যবস্থাপনা সিস্টেম স্থাপন করার উদ্যোগ নিয়েছে ভূমি মন্ত্রণালয়।