দূরপাল্লার বাসে যাত্রী কম, রাজধানীর সড়কে গাড়ি চলাচল বেড়েছে

ঢাকার আমিনবাজার সেতুর ওপর চলছে গাড়ি। দুপুর ১২টার দিকে তোলা। ৬ ডিসেম্বরছবি: খালেদ সরকার

রাজীব পরিবহনের চালক জিলানি যাত্রী খুঁজছেন। বাস টার্মিনালে নতুন কাউকে দেখলেই জিজ্ঞাসা করছেন, জামালপুর যাবে কি না। বাস ছাড়ার দেড় ঘণ্টা সময় পার হলেও বাসে যাত্রী হচ্ছে না।

আজ বুধবার রাজধানীর মহাখালী বাস টার্মিনালের দৃশ্য এটি। সকাল ১০টার পর টার্মিনাল প্রায় ফাঁকা। মহাখালী থেকে জামালপুরে চলাচল করে রাজীব পরিবহন। তাদের একটি বাসের চালক জিলানি প্রথম আলোকে বলেন, ‘সকাল ৯টায় আমার বাসের সিরিয়াল। কিন্তু সাড়ে ১০টা বাজলেও ১০ জন যাত্রীও হয় নাই।’

সরকারের পদত্যাগ, নির্দলীয় সরকারের অধীন নির্বাচন, বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি, দলের মহাসচিবসহ গ্রেপ্তার নেতা-কর্মীদের মুক্তির দাবিতে ধারাবাহিকভাবে বিভিন্ন কর্মসূচি পালন করছে বিএনপি। দাবি আদায়ে দলটির ডাকে আজ সকাল ৬টা থেকে দশম দফায় ৪৮ ঘণ্টার অবরোধ শুরু হয়েছে। এই কর্মসূচি আগামী শুক্রবার সকাল ৬টা পর্যন্ত চলবে।

বিএনপির সঙ্গে যুগপৎ আন্দোলনে থাকা গণতন্ত্র মঞ্চসহ বিভিন্ন দল-জোটও এই কর্মসূচি পালন করছে। পৃথকভাবে অবরোধের কর্মসূচি পালন করছে জামায়াতে ইসলামীও।

এক মাসের বেশি সময় ধরে চলছে বিরোধী দলগুলোর এই কর্মসূচি। এ সময় বিভিন্ন যানবাহনে অগ্নিসংযোগ ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। শুরুর দিকে দূরপাল্লার বাস চলাচলও সীমিত হয়ে পড়ে। তবে এখন বাস চললেও যাত্রী অনেক কম।

গাবতলী বাস টার্মিনাল আজ প্রায় ফাঁকা। দুপুর সোয়া ১২টার দিকে তোলা
ছবি: খালেদ সরকার

মহাখালী টার্মিনালের পরিবহনকর্মী খালেক মোল্লা জানান, মানুষ ফোন করে খোঁজ নেন বাস চলে কি না। কিন্তু টার্মিনালে আসেন না। খুব জরুরি কাজে যাঁদের যাওয়া দরকার, তাঁরাই যান।

রাজধানী থেকে ব্রাহ্মণবাড়িয়ায় যায় লাবিবা ক্ল্যাসিক নামের পরিবহন। আজ সকাল ১০টা পর্যন্ত তাদের ৪টি বাস ঢাকা ছেড়েছে। পরিবহনের কাউন্টার মাস্টার গিয়াসউদ্দিন প্রথম আলোকে বলেন, স্বাভাবিক সময়ে এই সময়ের মধ্যে ১০টি বাস যায়। যাত্রী কম থাকায় এখন বাসের খরচও উঠতে চায় না।

রাজধানীর গাবতলী বাস টার্মিনালে গিয়ে দেখা যায়, রংপুর, সৈয়দপুর, নীলফামারীসহ বিভিন্ন গন্তব্যের বাস আজ সংখ্যায় কম হলেও ছেড়েছে। এগুলোয় যাত্রী ছিল খুব কম। গাবতলী থেকে পাটুরিয়া সড়কে যান চলাচল চোখে পড়েছে অপেক্ষাকৃত বেশি।

দূরপাল্লার বাসে যাত্রী কম হলেও রাজধানীতে গাড়ি চলাচল বেড়েছে। সড়কে গণপরিবহন, প্রাইভেট কার অনেক। তেজগাঁও, বিজয় সরণি, ফার্মগেটে স্বাভাবিক যানজটও রয়েছে।