সায়েদাবাদ মেস থেকে পরিবহনশ্রমিকের লাশ উদ্ধার

লাশ
প্রতীকী ছবি

রাজধানীর সায়েদাবাদ এলাকার একটি মেস থেকে আজ বৃহস্পতিবার বিকেলে আবদুল খালেক (৫২) নামের এক পরিবহনশ্রমিকের লাশ উদ্ধার করেছে পুলিশ। তিনি চিটাগাং রোডে পরিবহনশ্রমিক ইউনিয়নের সদস্য।

পুলিশ বলেছে, লাশটিতে পচন ধরেছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর তাঁর মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যাবে।

যাত্রাবাড়ী থানার পুলিশ জানায়, আবদুল খালেক সায়েদাবাদ বাসস্ট্যান্ডসংলগ্ন একটি মেসের পঞ্চম তলায় থাকতেন। আজ দুপুর থেকে সেখান থেকে গন্ধ বের হলে ওই ভবনের বাসিন্দারা যাত্রাবাড়ী থানায় খবর দেন। পুলিশ দরজা ভেঙে খালেকের মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি। পরে মরদেহটি ময়নাতদন্তের জন্য পুরান ঢাকার স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়।

এ ব্যাপারে আজ সন্ধ্যায় যোগাযোগ করা হলে যাত্রাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মফিজুল আলম প্রথম আলোকে বলেন, মেসের কক্ষটির ভেতর থেকে ছিটকিনি লাগানো থাকলেও সেখানে অন্য দিক দিয়ে ঢোকার মতো ব্যবস্থা রয়েছে। ওই কক্ষে কয়েকজন থাকলেও কয়েক দিন ধরে তাঁরা সেখানে ছিলেন না। ঘটনাটি হত্যা না আত্মহত্যা, তা ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পাওয়ার পর বলা যাবে। তিনি বলেন, লাশের গায়ে পচন ধরেছে। তাই মরদেহে আঘাতের চিহ্ন ছিল কি না, বোঝা যাচ্ছে না।