চাকা খুলে যাওয়া উড়োজাহাজ নিরাপদে অবতরণের স্বীকৃতি পেলেন ক্যাপ্টেনসহ তিনজন

বাংলাদেশ এয়ারলাইনসের বিজি ৪৩৬ ফ্লাইটের ক্যাপ্টেন, ফার্স্ট অফিসার ও কেবিন ক্রুকে সম্মাননা স্মারক প্রদান করেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উপদেষ্টা শেখ বশিরউদ্দীনছবি: পিআইডি

চাকা খুলে যাওয়ার পরও উড়োজাহাজ নিরাপদে অবতরণ করাতে পারার স্বীকৃতি হিসেবে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সেই উড়োজাহাজের ক্যাপ্টেন, ফার্স্ট অফিসার ও কেবিন ক্রুকে সম্মাননা স্মারক প্রদান করা হয়েছে। বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উপদেষ্টা শেখ বশিরউদ্দীন এই স্মারক দেন।

সম্মাননা পাওয়া ব্যক্তিরা হলেন ক্যাপ্টেন জে এস এম এম বিল্লাহ, ফার্স্ট অফিসার জায়েদ তাজিম ও কেবিন ক্রু মোহাম্মদ জামাল উদ্দিন।

আজ সোমবার রাজধানীর কুর্মিটোলার বলাকা ভবনের সম্মেলনকক্ষে এ সম্মাননা প্রদান করা হয় বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছেন এই মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা তরিকুল ইসলাম।

গত শুক্রবার দুপুরে কক্সবাজার থেকে ছেড়ে আসে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বিজি ৪৩৬ ফ্লাইট। বিমানটি উড্ডয়নের পর পেছনের একটি চাকা খুলে নিচে পড়ে যায়। তারপরও ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে উড়োজাহাজটি নিরাপদে অবতরণ করে। উড়োজাহাজটি ছিল ড্যাশ ৮-৪০০ মডেলের একটি উড়োজাহাজ। এতে শিশুসহ মোট ৭১ জন যাত্রী ছিলেন।

আজ মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে বলা হয়, চাকা খুলে যাওয়ার পরও দক্ষতার সঙ্গে উড়োজাহাজটি নিরাপদে অবতরণ করাতে পারার জন্য এ সম্মাননা স্মারক দেওয়া হয়েছে। এ সময় উপদেষ্টা তাঁদের সাহসী প্রচেষ্টার জন্য ধন্যবাদ জানান। ভবিষ্যতে এ রকম অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়ানোর জন্য সবাই যেন সজাগ দৃষ্টি রাখেন, সেই আহ্বান জানান উপদেষ্টা।