প্রথমাসহ ৭ প্রকাশনীর অংশগ্রহণে স্কলাস্টিকায় বইমেলা
মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালনের অংশ হিসেবে ইংরেজি মাধ্যমের বিদ্যালয় স্কলাস্টিকার মিরপুর সিনিয়র শাখায় দুই দিনের বইমেলা চলছে।
বিদ্যালয়ের ক্যাফেটেরিয়ায় গতকাল মঙ্গলবার শুরু হওয়া বইমেলা চলবে আজ বুধবার বিকেল ৫টা পর্যন্ত।
বিদ্যালয়টির শাখাপ্রধান ও অধ্যক্ষ নুরুন নাহার মজুমদার ও হেড অব একাডেমিক অ্যাফেয়ার্স সাবিনা মুস্তফা মেলার উদ্বোধন করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে অধ্যক্ষ নুরুন নাহার মজুমদার বলেন, শিক্ষার্থীদের মধ্যে বই পড়ার অভ্যাস গড়ে তোলা, সাহিত্য-সাংস্কৃতিক চেতনা সমৃদ্ধ করার উদ্দেশ্য এ মেলা আয়োজন করা হয়েছে।
দেশি-বিদেশি বিভিন্ন বই নিয়ে মেলায় রয়েছে প্রথমা প্রকাশনের স্টল। এ ছাড়া বুকশপ বিডি, ইগনাইট, পিবিএস, জ্ঞানবিচিত্রা, বইবিচিত্রা ও ফুলকির স্টল রয়েছে মেলায়।
খ্যাতনামা ইংলিশ মিডিয়াম বিদ্যালয়গুলোর অন্যতম স্কলাস্টিকা। বিদ্যালয়টি নিয়মিত শিক্ষার্থীদের সৃজনশীল কাজে উৎসাহিত করে। প্রতি সপ্তাহে সেখানে ইংরেজি বইয়ের পাশাপাশি বাংলা বইয়ের পাঠচক্র, আলোচনা ও রিভিউ লেখার আয়োজন করা হয়। বই থেকে শিক্ষার্থীদের পড়ে শোনানো হয় গল্প, কবিতা ও ছড়া।
উল্লেখ্য, শাহবাগের আজিজ সুপার মার্কেট, কারওয়ান বাজার, বাংলাবাজার, মাদানী অ্যাভিনিউয়ের শেফ’স টেবিল, সিলেটসহ বর্তমানে প্রথমার মোট বইয়ের দোকান ৫টি। দেশি-বিদেশি যেকোনো ধরনের মানসম্পন্ন বই পেতে এসব দোকান ঘুরে আসতে পারেন। এ ছাড়া প্রথমা অনলাইনে এ সব ধরনের বই বিক্রি করে।