ডেমরায় ঝোপ থেকে যুবকের লাশ উদ্ধার

লাশ
প্রতীকী ছবি

রাজধানীর ডেমরায় অজ্ঞাতনামা এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার বেলা ১১টার দিকে আমুলিয়া মডেল টাউন এলাকার একটি ঝোপের ভেতর থেকে লাশ উদ্ধার করা হয়েছে। তাঁর পরিচয় জানা যায়নি।

পুলিশ জানায়, নিহত যুবকের পরনে ছিল আকাশি রঙের জিন্স প্যান্ট ও ফুলহাতা গেঞ্জির ওপর কমলা রঙের হাফ গেঞ্জি। বয়স আনুমানিক ৩৫ বছর। তাঁর কপাল থেঁতলানো ও মুখমণ্ডল রক্তাক্ত অবস্থায় ছিল। তাঁকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে বলে পুলিশ ধারণা করছে।

ডেমরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শফিকুর রহমান বলেন, নিহত ওই যুবকের পরিচয় শনাক্তের জন্য সিআইডির ক্রাইম সিন ইউনিট ঘটনাস্থলে এসে আঙুলের ছাপ, ডিএনএসহ প্রয়োজনীয় নমুনা সংগ্রহ করেছে। আইনি প্রক্রিয়া শেষে লাশটি ময়নাতদন্তের জন্য সন্ধ্যায় স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।