ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় রাজধানীর বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজের সহকারী অধ্যাপক রুমা সরকারের বিরুদ্ধে অভিযোগ গঠন করেছেন আদালত।
ঢাকার সাইবার ট্রাইব্যুনালের বিচারক এ এম জুলফিকার হায়াত আজ মঙ্গলবার এ অভিযোগ গঠন করেন। মামলার সাক্ষ্য গ্রহণের জন্য আগামী বছরের ২৩ এপ্রিল তারিখ ধার্য করেছেন আদালত। প্রথম আলোকে এ তথ্য নিশ্চিত করেছেন আদালতের বেঞ্চ সহকারী শামীম আল মামুন।
আদালতের সরকারি কৌঁসুলি নজরুল ইসলাম প্রথম আলোকে বলেন, ডিজিটাল নিরাপত্তা আইনের মামলাটিতে আজ অভিযোগ গঠন বিষয়ের শুনানি ছিল। শুনানিতে রুমা সরকার নিজেকে নিরপরাধ দাবি করেন। শুনানি নিয়ে আদালত অভিযোগ গঠন করেন। একই সঙ্গে সাক্ষ্য গ্রহণের তারিখ ধার্য করেন। এর মধ্য দিয়ে মামলার বিচার শুরু হলো।
ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় রুমা সরকারের বিরুদ্ধে গত ২৩ অক্টোবর আদালতে অভিযোগপত্র জমা দেয় পুলিশ।
রাজধানীর পল্লবীর ‘সাহিনুদ্দীন হত্যাকাণ্ড’ নিয়ে ফেসবুকে অপপ্রচার চালানোর অভিযোগে গত বছরের ২১ অক্টোবর রুমা সরকারকে জিজ্ঞাসাবাদের জন্য র্যাব সদর দপ্তরে ডেকে নেওয়া হয়। পরে তাঁর বিরুদ্ধে রমনা থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হয়।