এবার রাজধানীর জিগাতলায় বাসে আগুন

রাজধানীর তাঁতীবাজারে দুর্বৃত্তদের দেওয়া আগুনে জ্বলছে বাস। ঢাকা, ৮ নভেম্বর
ছবি: ফায়ার সার্ভিসের সৌজন্য

রাজধানীতে দুই ঘণ্টার ব্যবধানে তৃতীয় বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। আজ রাত সাড়ে নয়টার দিকে ধানমন্ডির জিগাতলায় ওই বাসে আগুন দেওয়া হয়। তবে এতে হতাহতের কোনো খবর তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। এর আগে বনানী ও পুরান ঢাকার তাঁতীবাজারে দুটি বাসে আগুন দেওয়া হয়।

এ ছাড়া আজ সন্ধ্যা ৬টা থেকে রাত নয়টা পর্যন্ত ঢাকার বাইরে তিনটি গাড়িতে আগুন দেওয়া হয়েছে। এর মধ্যে গাজীপুর ও বরগুনা দুটি বাসে এবং বগুড়ায় একটি ট্রাকে আগুন দেওয়া হয়েছে।

এদিকে রাত নয়টার দিকে রাজধানীর রাসেল স্কয়ারের কাছে ময়লার ডিপোতে একটি ককটেল ছুড়ে মারে দুর্বৃত্তরা। এতে কেউ হতাহত হয়নি।

ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের মিডিয়া সেল থেকে পাঠানো খুদে বার্তায় জানানো হয়, আজ রাত সাড়ে ৯টার দিকে ধানমন্ডির জিগাতলায় রমজান পরিবহনের একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। খবর পেয়ে মোহাম্মদপুর ফায়ার স্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

ফায়ার সার্ভিস সূত্র জানায়, এর আগে রাত রাত আটটার দিকে বনানীতে কাকলী পুলিশ ফাঁড়ির সামনে একটি মিনিবাসে আগুন দেওয়া হয়। কুর্মিটোলা ফায়ার সার্ভিস স্টেশনের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। এ ছাড়া সন্ধ্যা সাড়ে সাতটার দিকে পুরান ঢাকার তাঁতীবাজার মোড়ে আকাশ পরিবহনের একটি বাসে আগুন দেওয়া হয়। সদরঘাট ফায়ার স্টেশনের দুটি ইউনিট আগুন নেভায়।

শ্রীপুরের মাওনার এমসি বাজারে বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। গাজীপুর, ঢাকা, ৮ নভেম্বর
ছবি: ফায়ার সার্ভিসের সৌজন্যে

এদিকে রাত নয়টার দিকে বগুড়ার শিবগঞ্জের চন্ডীগড়ায় একটি ট্রাকে আগুন দেওয়া হয়। রাত সাড়ে ৯টার দিকে বরগুনার আমতলীর হাড়পাঙ্গাসিয়ায় সাকুরা পরিবহনের একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। আর সন্ধ্যা সোয়া ৬টার দিকে গাজীপুরের শ্রীপুরের মাওনায় শর্মিলি পরিবহনের একটি বাসে আগুন দেওয়ার খবর জানিয়েছে ফায়ার সার্ভিস।

ককটেল বিস্ফোরণ

কলাবাগান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম প্রথম আলোকে বলেন, রাত নয়টার দিকে রাসেল স্কয়ারে চলন্ত একটি ট্রাক থেকে ময়লার ডিপোর কাছে ককটেল ছুড়ে মারে দুর্বৃত্তরা। এতে কেউ আহত হয়নি। তবে আতঙ্ক ছড়িয়ে পড়ে। কে বা কারা ককটেল ছুড়েছে, তাদের খুঁজে বের করার চেষ্টা চলছে।

আরও পড়ুন