রাজধানীতে মদের বিষক্রিয়ায় ‘ও লেভেল’ শিক্ষার্থীর মৃত্যু
রাজধানীর এলিফ্যান্ট রোডের একটি বাসায় মদপানের পর বিষক্রিয়ায় ‘ও লেভেল’-এর এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। তার বয়স ১৭ বছর।
আজ শনিবার সকাল সোয়া ৯টার দিকে ওই বাসা থেকে অচেতন অবস্থায় কিশোরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ক্যাম্পের দায়িত্বে থাকা পরিদর্শক মো. বাচ্চু মিয়া প্রথম আলোকে বলেন, হাসপাতালের নিবন্ধন খাতায় মৃত্যুর কারণ হিসেবে লেখা রয়েছে, ‘অ্যালকোহল পয়জনিং’।
কিশোরের বাবা প্রথম আলোকে বলেন, তাঁর ছেলের আগে থেকেই শ্বাসকষ্টের সমস্যা ছিল। তবে সে বাইরে থেকে কিছু পান করে এসেছে কি না, তা তিনি জানেন না।