ঢাকা কলেজ প্রাঙ্গণে শিক্ষার্থীরা, সংবাদ সম্মেলন করছেন

ঢাকা কলেজ প্রাঙ্গণে সাত কলেজের শিক্ষার্থীদের সংবাদ সম্মেলনছবি: সাজিদ হোসেন

ঢাকা কলেজ প্রাঙ্গণে জড়ো হয়েছেন সাত কলেজের শিক্ষার্থীরা। শিক্ষাপ্রতিষ্ঠানটির শহীদ মিনারের সামনে তাঁরা সংবাদ সম্মেলন করছেন।

আজ সোমবার দুপুর ১২টার দিকে এই সংবাদ সম্মেলন শুরু হয়। ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত সরকারি সাত কলেজের একটি ঢাকা কলেজ।

আরও পড়ুন

আজ সোমবার সকাল ৯টা থেকে নিজ নিজ কলেজের সামনের সড়ক অবরোধ করার কর্মসূচি গতকাল রোববার গভীর রাতে দেন সাত কলেজের শিক্ষার্থীরা।

আজ দুপুর ১২টা নাগাদ ঢাকা কলেজের শিক্ষার্থীরা নিজ শিক্ষাপ্রতিষ্ঠানের সামনের সড়ক অবরোধ করেননি। তবে এই সময়ে বেশ কিছু শিক্ষার্থীকে ঢাকা কলেজ প্রাঙ্গণে জড়ো হতে দেখা যায়।

ঢাকা কলেজ প্রাঙ্গণে জড়ো হওয়া সাত কলেজের শিক্ষার্থীরা শিক্ষাপ্রতিষ্ঠানটির শহীদ মিনারের সামনে আজ দুপুর ১২টার দিকে সংবাদ সম্মেলন শুরু করেন।

আরও পড়ুন

ঢাকা কলেজের সামনের সড়ক দিয়ে যানবাহন চলছে। তবে যানবাহনের সংখ্যা তুলনামূলক কম।

সড়ক অবরোধ কর্মসূচিকে কেন্দ্র করে রাজধানীর নীলক্ষেত এলাকায় সতর্ক অবস্থানে রয়েছে পুলিশ।