রাজধানীর রাজারবাগে গাড়ির চাকায় পিষ্ট হয়ে এক নারী নিহত
রাজধানীর রাজারবাগ এলাকায় গাড়ির চাকায় পিষ্ট হয়ে এক নারী নিহত হয়েছেন। গতকাল শনিবার দিবাগত রাত দেড়টার দিকে এ ঘটনা ঘটে। তবে নিহত নারীর নাম এখনো জানা যায়নি। তাঁর বয়স আনুমানিক ২২ বছর বলে জানিয়েছে পুলিশ।
শাহজাহানপুর থানার উপপরিদর্শক (এসআই) মো. রিয়াজুল ইসলাম বলেন, ওই নারী ভারসাম্যহীন ছিলেন। গতকাল রাত দেড়টার দিকে রাজারবাগ আউটার সার্কুলার রোড গ্রীন লাইন পরিবহনের কাউন্টারের সামনে রাস্তা পারাপারের সময় দ্রুতগতির কোনো গাড়ির চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই নিহত হন ওই নারী। খবর পেয়ে রাত আড়াইটার দিকে সেখান থেকে লাশ উদ্ধার করা হয়। পরে আইনি প্রক্রিয়া শেষে লাশটি ময়নাতদন্তের জন্য আজ রোববার সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।
এসআই রিয়াজুল ইসলাম আরও বলেন, এ ঘটনায় তাৎক্ষণিকভাবে গাড়িটি শনাক্ত করা যায়নি। গাড়িটি শনাক্ত ও নিহত নারীর পরিচয় জানার চেষ্টা চলছে।