শান্তিনগরে ব্যবসায়ীর মৃত্যু, পরিবারের দাবি হত্যা

লাশের প্রতীকী ছবি

রাজধানীর শান্তিনগরে ‘বাহার ওভারসিস’ নামে জনশক্তি রপ্তানিকারক একটি প্রতিষ্ঠানের মালিকের মৃত্যু হয়েছে। তাঁর নাম মোহাম্মদ বাহার। পরিবারের দাবি, তাঁকে মারধর করে হত্যা করা হয়েছে।

আজ শনিবার বিকেল পাঁচটার দিকে বাহারকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

রমনা থানার উপপরিদর্শক শহিদুল উসমান জানান, ময়নাতদন্তের জন্য বাহারের মরদেহ ঢাকা মেডিকেল কলেজের মর্গে রাখা হয়েছে।

বাহারের স্ত্রী জয়নব বেগমে প্রথম আলোকে বলেন, তাঁর ছোট বোনের স্বামী জাকিরের জন্য কাতারের ভিসা করিয়ে দেন বাহার। আজ তাঁর কাতারে যাওয়ার কথা ছিল। কিন্তু জটিলতার কারণে তিনি যেতে পারেননি। বিদেশে না যেতে পেরে জাকির তাঁর ভাই ইউনূসকে নিয়ে শান্তিনগরে বাহারের অফিসে যান এবং তাঁকে মারধর করেন। এতে তিনি অজ্ঞান হয়ে পড়েন। পরে বিকেল সাড়ে পাঁচটার দিকে তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

জয়নব জানান, তাঁর শ্বশুরবাড়ি নোয়াখালী। তাঁদের এক ছেলে রয়েছে। তাঁরা যাত্রাবাড়ীতে থাকেন।

রমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল হাসান বলেন, অভিযোগে যাঁদের নাম এসেছে, তাঁদের ধরার চেষ্টা চলছে। তবে এখনো থানায় লিখিত অভিযোগ পাওয়া যায়নি।