র‌্যাব-পুলিশের দখলে থাকা ৪টি স্থাপনা দখলমুক্ত করা হয়েছে: মেয়র তাপস

ধলপুরে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের পাঁচটি আঞ্চলিক কার্যালয়ের উদ্বোধন শেষে বক্তব্য দেন শেখ ফজলে নূর তাপস। ঢাকা, ১৩ ডিসেম্বরছবি: সংগৃহীত

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ১১টি স্থাপনা দীর্ঘদিন র‍্যাব ও পুলিশের দখলে ছিল। এর মধ্যে চারটি স্থাপনা দখলমুক্ত করা হয়েছে। ঢাকা দক্ষিণ সিটির মেয়র শেখ ফজলে নূর তাপস আজ বুধবার রাজধানীর ধলপুরে এক অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ তথ্য জানান।

মেয়র তাপস বলেন, ‘আমাদের একটা সামাজিক অনুষ্ঠান কেন্দ্র (কমিউনিটি সেন্টার) দখল অবস্থায় ছিল। তারা (র‌্যাব) সেটা আমাদের ছেড়ে দিয়েছে। লালবাগে আমাদের আরেকটি স্থাপনা র‍্যাব ছেড়ে দিয়েছে। সেটাতেও আঞ্চলিক কার্যালয় হিসেবে আমাদের কার্যক্রম শুরু করতে যাচ্ছি। বাকি স্থাপনাগুলোও দখলমুক্ত করতে আমাদের কার্যক্রম চলমান।’

আজ ধলপুরে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মালিকানাধীন ৪ ও ৫ তলা দুটি ভবনে দক্ষিণ সিটিতে অন্তর্ভুক্ত নতুন পাঁচটি অঞ্চলের জন্য পাঁচটি আঞ্চলিক কার্যালয় উদ্বোধন করা হয়।

এই স্থাপনাগুলোও র‍্যাবের দখলে ছিল জানিয়ে মেয়র বলেন, ‘আমাদের এই স্থাপনাগুলো ২০০৮ সাল থেকে র‍্যাব কর্তৃক দখল অবস্থায় ছিল। আমরা এটাকে প্রথমে দখলমুক্ত করি। তারপর সংস্কার করে এটাকে আঞ্চলিক কার্যালয় হিসেবে জনগণের জন্য উন্মুক্ত করেছি।’

ঢাকা দক্ষিণ সিটির জনসংযোগ শাখা থেকে জানানো হয়, ধলপুরে অবস্থিত করপোরেশনের মালিকানাধীন ৩, ৪ ও ৫ তলাবিশিষ্ট ভবনগুলো র‍্যাব-১০ ব্যবহার করত। গত জুনে র‍্যাব-১০ ভবনগুলো ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনকে বুঝিয়ে দেয়। এরপর সেসব ভবন সংস্কার করে আঞ্চলিক কার্যালয়ের জন্য উদ্বোধন করা হয়।

এ সময় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. মিজানুর রহমান, সচিব আকরামুজ্জামান, প্রধান প্রকৌশলী আশিকুর রহমান, পরিবহন মহাব্যবস্থাপক মো. হায়দার আলী, প্রধান রাজস্ব কর্মকর্তা আরিফুল হক, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা মো. ইফতেখার আহমেদ চৌধুরী, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ফজলে শামসুল কবির প্রমুখ উপস্থিত ছিলেন।