এ বিষয়ে মেয়র শেখ তাপস বলেন, ‘ঢাকায় অনেক পর্যটক বিশেষত বিদেশি পর্যটকেরা আসেন। কিন্তু তাঁরা কোথায় যাবেন, কী পরিদর্শন করবেন, কীভাবে সেসব জায়গা বা স্থাপনায় যাতায়াত করা যাবে, ঢাকার বিমান-রেল-সড়ক অন্তর্জাল কোথায় কোথায় অবস্থিত ইত্যাদি বিষয়কে সন্নিবেশ করে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এই টুরিস্ট গাইড ম্যাপ সংকলনও প্রকাশ করেছে। সবাই যাতে সহজেই বুঝতে ও ব্যবহার করতে পারেন, সেভাবেই আমরা এটা তৈরি করেছি। এই গাইড ম্যাপের সাহায্যে পর্যটকেরা ঢাকার সবকিছু একনজরেই বুঝতে পারবেন।’
ঢাকার পর্যটনশিল্পকে বিদেশি পর্যটকদের কাছে সহজে উপস্থাপনে এই উদ্যোগ নতুন মাত্রা যোগ করবে বলে আশা করেন মেয়র শেখ তাপস। তিনি বলেন, ‘ঢাকাকেন্দ্রিক পর্যটনশিল্পকে উৎসাহিত ও আকর্ষণ করার লক্ষ্যে সারা বিশ্বের মতো ইংরেজি ভাষায় আমরা এই টুরিস্ট গাইড ম্যাপ প্রকাশ করেছি। আমরা চাই, বহুজাতিক কোম্পানি পরিচালিত হোটেলসহ পর্যটন–সংশ্লিষ্ট সবাই এই গাইড ম্যাপ ব্যবহার করবেন। আমরা আশাবাদী যে এই গাইড ম্যাপের সাহায্যে ঢাকাকেন্দ্রিক পর্যটনশিল্পের বহুমাত্রিক বিকাশ ঘটবে।’
বৈঠকে অন্যান্যের মধ্যে করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মিজানুর রহমান, প্রধান প্রকৌশলী সালেহ আহম্মেদ, অতিরিক্ত প্রধান প্রকৌশলী আশিকুর রহমান, প্রধান নগর–পরিকল্পনাবিদ মো. সিরাজুল ইসলামসহ করপোরেশনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।