হাঁটতে বেরিয়ে বাংলামোটরে বাসের ধাক্কায় নারীর মৃত্যু
প্রতিদিনের মতো বুধবার রাতে হাঁটতে বেরিয়েছিলেন সাধনা বেগম (৫০) নামের এক নারী। রাত নয়টার দিকে বাংলামোটর মোড়ে রাস্তা পার হওয়ার সময় বাসের ধাক্কায় প্রাণ হারিয়েছেন তিনি।
পুলিশ বলছে, পুরান ঢাকার সদরঘাট থেকে ছেড়ে আসা মিরপুরগামী বিহঙ্গ পরিবহনের একটি বাস সাধনা বেগমকে সজোরে ধাক্কা দেয়। বাসটি আটক করা হলেও চালক ও তাঁর সহকারী পালিয়ে গেছেন। সাধনা বেগম সপরিবার ইস্কাটন গার্ডেন এলাকায় থাকতেন।
সাধনার ছেলে রাব্বি হোসেন রাতে প্রথম আলোকে বলেন, ‘মা প্রতিদিন রাতে বাসার নিচে হাঁটতে বের হন। রাত নয়টার পর খবর পাই বাংলামোটর মোড়ে মা সড়ক দুর্ঘটনার শিকার হয়েছেন। দ্রুত ঘটনাস্থলে গিয়ে মাকে অচেতন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাই।’
শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নুর মোহাম্মদ প্রথম আলোকে বলেন, রাত পৌনে ১০টার দিকে সাধনা বেগমকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। বাসের ধাক্কায় তিনি মাথায় প্রচণ্ড আঘাত পান।
সাধনার দুই মেয়ে ও এক ছেলে রয়েছে। তাঁর স্বামী আবদুল খালেক মিয়া পেশায় কাঁচামাল ব্যবসায়ী। গ্রামের বাড়ি কুমিল্লার হোমনা উপজেলার কালাই গপেন্দিপুরে।