ভিক্টর বাসের ধাক্কায় বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্রী নিহত

দুর্ঘটনায় নিহত নাদিয়ার মরদেহ দেখে হাসপাতালে স্বজনদের কান্না। শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল, ঢাকা, ২২ জানুয়ারি
ছবি: খালেদ সরকার

রাজধানীর কুড়িল বিশ্বরোড এলাকায় ভিক্টর পরিবহনের যাত্রীবাহী বাসের ধাক্কায় একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নিহত হয়েছেন। নিহত ওই শিক্ষার্থীর নাম নাদিয়া। আজ রোববার বেলা পৌনে একটার দিকে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় বাসটি জব্দ করেছে ভাটারা থানা পুলিশ। তবে পালিয়ে গেছেন বাসচালক ও তাঁর সহযোগী।

ভাটারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ বি এম আছাদুজ্জামান প্রথম আলোকে বলেন, উত্তরার দিক থেকে আসা ভিক্টর বাসের ধাক্কায় ঘটনাস্থলে মারা যান নাদিয়া।

তবে রাস্তা পারাপার হতে গিয়ে, নাকি বাস থেকে নামতে দুর্ঘটনা ঘটেছে, তা জানা যায়নি। তিনি বলেন, প্রাথমিকভাবে জেনেছি, শিক্ষার্থী একটি বিশ্ববিদ্যালয়ে পড়েন। তবে বিশ্ববিদ্যালয়ের নাম জানা যায়নি।

ওসি এ বি এম আছাদুজ্জামান আরও বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।