হাতিরঝিল লেকে এক ব্যক্তির লাশ
রাজধানীর হাতিরঝিলের লেকের পানিতে এক ব্যক্তির লাশ ভাসতে দেখা গেছে।
আজ শনিবার সকালে লেকের পাশের সড়ক দিয়ে যাতায়াত করা লোকজন লাশটি পানিতে ভাসতে দেখেন।
কয়েকজন প্রত্যক্ষদর্শীর ভাষ্য, গুলশান ১ নম্বরের পুলিশ প্লাজা কনকর্ড শপিং মলের কাছে লেকে লাশটি ভাসতে দেখা যায়। লেকের পানির ঢেউয়ে ভাসমান লাশটি ধীরে ধীরে বাড্ডার দিকে যাচ্ছিল। লাশটি কোনো পুরুষের।
এ সময় উৎসুক মানুষের মধ্যে কেউ লাশটির ভিডিও ধারণ করছিলেন। আবার কেউ মুঠোফোনের ক্যামেরায় লাশের ছবি তুলছিলেন।
পুলিশের গুলশান বিভাগের উপকমিশনার রিফাত হোসেন প্রথম আলোকে বলেন, লেকের পানিতে ভেসে ওঠা লাশটি উদ্ধার করা হচ্ছে। লাশ উদ্ধারের পর ময়নাতদন্তের মর্গে পাঠানো হবে।