রাজধানীতে বাসের ধাক্কায় পুলিশ কর্মকর্তা নিহত
রাজধানীর শাহজাহানপুর এলাকায় বাসের ধাক্কায় কামরুল ইসলাম (৩৫) নামের ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) একজন উপপরিদর্শক (এসআই) নিহত হয়েছেন। সোমবার রাত সোয়া আটটার দিকে এ দুর্ঘটনা ঘটে।
কামরুল ইসলাম ডিএমপির মতিঝিল থানায় এসআই হিসেবে কর্মরত ছিলেন। সবুজবাগ এলাকায় পরিবার নিয়ে থাকতেন তিনি।
শাহজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর হোসেন বলেন, পেশাগত দায়িত্ব পালনের উদ্দেশ্যে বাসা থেকে বের হয়ে মোটরসাইকেলে মতিঝিলের দিকে যাচ্ছিলেন কামরুল। উড়ালসড়কের শাহজাহানপুর প্রান্তে নেমে সামান্য এগোতেই পেছন থেকে বলাকা পরিবহনের একটি বাস তাঁকে ধাক্কা দেয়। এতে তিনি রাস্তায় ছিটকে পড়েন এবং গুরুতর আহত হন।
স্থানীয় লোকজন রক্তাক্ত অবস্থায় কামরুলকে উদ্ধার করে মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন।
ওসি জাহাঙ্গীর হোসেন জানান, দুর্ঘটনার পরপরই ঘাতক বাসটি জব্দ এবং চালককে আটক করা হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।