মামলা নিতে ‘গড়িমসি করায়’ লালবাগ থানা ঘেরাও

মামলা নিতে পুলিশের গড়িমসির বিষয়টি জানাজানি হলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা থানায় অবস্থান নেনছবি: প্রথম আলো

ছাত্র-জনতার আন্দোলনের সময় এক শিক্ষার্থীর গুলিতে নিহত হওয়ার ঘটনায় পরিবারের করা মামলা নিতে গড়িমসি করার অভিযোগে রাজধানীর লালবাগ থানায় অবস্থান নিয়েছেন শিক্ষার্থীরা। শনিবার দিবাগত রাত একটার দিকেও এই অবস্থান চলছিল। এ সময় থানার নিরাপত্তার দায়িত্বে থাকা সেনাসদস্যরাও সেখানে ছিলেন।

সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে কথা বলে জানা গেছে, গত ১৮ জুলাই লালবাগে পুলিশের গুলিতে মারা যান খালিদ সাইফুল্লাহ নামের এক শিক্ষার্থী। এ ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৯১ জনকে আসামি করে লালবাগ থানায় মামলা করতে চাইছিলেন খালিদের বাবা। দুই দিন ধরে মামলা নিতে পুলিশ গড়িমসি করছিল।

নিহত খালিদ সাইফুল্লাহর বাবা শনিবার রাতে লালবাগ থানায় মামলা করতে যান। মামলা নিতে পুলিশের গড়িমসির বিষয়টি জানাজানি হলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সহসমন্বয়ক এ বি জুবায়েরের নেতৃত্বে শিক্ষার্থীরা থানায় অবস্থান নেন।

অবশ্য শিক্ষার্থীদের অবস্থানের সময় থানায় ছিলেন না ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)। তাঁর মুঠোফোন নম্বরে একাধিকবার কল দেওয়া হলেও তিনি সাড়া দেননি।