গৃহকর্মীর মৃত্যুর ঘটনায় আসকের উদ্বেগ ও তদন্ত দাবি

লাশপ্রতীকী ছবি

ইংরেজি দৈনিক ডেইলি স্টার-এর নির্বাহী সম্পাদক সৈয়দ আশফাকুল হকের বাসার নয়তলা থেকে পড়ে কিশোরী গৃহকর্মী প্রীতি উরাংয়ের মৃত্যুর ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে আইন ও সালিশ কেন্দ্র (আসক)।

আসক এ ঘটনার দ্রুত ও নিরপেক্ষ তদন্ত এবং দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে। পাশাপাশি শিশুদের গৃহকর্মে নিয়োগ বন্ধে প্রয়োজনীয় নীতিমালা প্রণয়নের জোর আহ্বান জানিয়েছে।

৬ ফেব্রুয়ারি সকালে গৃহকর্মীর মৃত্যুর ঘটনার পর সৈয়দ আশফাকুল হক ও তাঁর স্ত্রীকে পুলিশি হেফাজতে নেওয়া হয়। পরদিন তাঁদের নামে মামলা হয়। এর পর থেকে তাঁরা কারাগারে আছেন।

আসকের নির্বাহী পরিচালক ফারুখ ফয়সল সংবাদ বিবৃতিতে বলেন, গৃহকর্মে শিশুদের ব্যবহারকে শিশুদের ঝুঁকিপূর্ণ কাজের তালিকায় অন্তর্ভুক্ত করা প্রয়োজন এবং গৃহকর্মীদের প্রতি চলমান সহিংসতা প্রতিহতে গৃহকর্মী সুরক্ষা ও কল্যাণনীতি ২০১৫ যথাযথভাবে বাস্তবায়নে উদ্যোগ গ্রহণ করা অত্যন্ত জরুরি।

আসক একই বাসায় কম সময়ের ব্যবধানে দুজন শিশু হতাহতের ঘটনার পুনরাবৃত্তিতে গভীর উদ্বেগ প্রকাশ করে।