আলিয়ঁস ফ্রঁসেজের লা গ্যালারিতে চলছে প্রদর্শনী ‘কাব্যচিত্র’

রাজধানীর আলিয়ঁস ফ্রঁসেজের লা গ্যালারিতে শিল্পী অনুপম হুদার ‘কাব্যচিত্র’ নামের চিত্রপ্রদর্শনী ঘুরে দেখছেন একজনছবি: শিল্পী অনুপম হুদার সৌজন্যে

রাজধানীর আলিয়ঁস ফ্রঁসেজের লা গ্যালারিতে চলছে ‘কাব্যচিত্র’ নামে চিত্রপ্রদর্শনী। শিল্পী অনুপম হুদার আঁকা ছবি নিয়ে প্রদর্শনী শুরু হয়েছে ১৭ নভেম্বর থেকে। মূলত নিজের লেখা কবিতাকে তিনি আঁকা ছবিতে রূপ দিয়েছেন।

‘কাব্যচিত্র’ শিরোনামে অনুপম হুদার এবারের প্রদর্শনীটি তাঁর দ্বিতীয় একক চিত্রপ্রদর্শনী। প্রদর্শনীতে ছোট-বড় মিলিয়ে স্থান পেয়েছে মোট ২৬টি চিত্রকর্ম। সব কটি ছবি ক্যানভাসের ওপর অ্যাক্রিলিক রঙে আঁকা।

শিল্পী অনুপম হুদার ‘কাব্যচিত্র’ নামের চিত্রপ্রদর্শনীতে দর্শনাথীদের ভিড়
ছবি: শিল্পী অনুপম হুদার সৌজন্যে

বিমূর্ত ছবির ভেতরেও কিছু ক্যানভাসে সেই মূর্ত অবয়ব নিয়ে এসেছেন অনুপম হুদা। এসব এসেছে প্রতীকী রূপে। নিসর্গের মধ্যে নৌকা, পাখি, আবার কখনো উপস্থিত সন্ধ্যার প্রেম, দুপুরের একাকিত্বের বিষয় উঠে এসেছে।

প্রদর্শনীটি সোম থেকে শুক্রবার প্রতিদিন বেলা ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত উন্মুক্ত থাকবে দর্শকদের জন্য। আগামী ১ ডিসেম্বর শেষ হবে প্রদর্শনী ‘কাব্যচিত্র’।