লাশ
প্রতীকী ছবি

বুড়িগঙ্গা থেকে আজ শনিবার সকালে এক কিশোরের মরদেহ উদ্ধার করেছে নৌ পুলিশ। তার নাম ইয়াসীন মাহামুদ। সে কামরাঙ্গীরচরের নয়াগাঁও হলিফেইথ স্কুলের দশম শ্রেণির ছাত্র ছিল।

বছিলা নৌ পুলিশ ফাঁড়ির পরিদর্শক অনিমেষ হালদার প্রথম আলোকে এ তথ্য জানিয়েছেন।

অনিমেষ হালদার প্রথম আলোকে বলেন, ইয়াসীন তার মায়ের সঙ্গে কামরাঙ্গীরচরের নয়াগাঁওয়ে থাকত। গতকাল বেলা ১১টার দিকে সে বাসা থেকে বের হয়। পরে বাসায় না ফিরলে তার মা বিভিন্ন স্থানে খোঁজ নেন। আজ বছিলার স্থানীয় ট্রলারের লোকজন বুড়িগঙ্গায় মরদেহ ভাসতে দেখে নৌ পুলিশকে খবর দেন। পরে মরদেহটি উদ্ধার করা হয়। মরদেহের কোথাও আঘাতের চিহ্ন নেই। এ ঘটনায় কেরানীগঞ্জ মডেল থানায় অপমৃত্যুর মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

ইয়াসীনের মা ছাবিনা ইয়াসমিন নয়াগাঁও এলাকার একটি বিদ্যালয়ে শিক্ষকতা করেন। তিনি নৌ পুলিশকে জানিয়েছেন, কারও সঙ্গে ইয়াসীনের বিরোধ ছিল না।

ময়নাতদন্তের জন্য মরদেহটি পুরান ঢাকার স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের মর্গে রাখা হয়েছে বলে জানিয়েছেন অনিমেষ হালদার।