শুরু হচ্ছে ষষ্ঠ ন্যাশনাল অ্যাডভেঞ্চার ফেস্টিভ্যাল

সংগৃহীত

রাজধানীর নটর ডেম কলেজ প্রাঙ্গণে কাল শুক্রবার শুরু হচ্ছে দুই দিনব্যাপী ষষ্ঠ জাতীয় অ্যাডভেঞ্চার ফেস্টিভ্যাল। প্রায় ১০০টি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ২ হাজার জনেরও বেশি প্রতিযোগী এ উৎসবে অংশ নিতে যাচ্ছে।

উৎসবে ছয়টি একক বা সোলো ইভেন্ট রয়েছে। এগুলো হলো—অ্যাডভেঞ্চার অলিম্পিয়াড, হিডেন অবজেক্ট কোয়েস্ট, লজিক পাজল, ক্রসওয়ার্ড সাইফার, পিনপয়েন্ট অন ম্যাপ এবং অবস্ট্যাকল গ্রাউন্ড।

প্রথম পাঁচটি ইনডোর ইভেন্ট এবং অবস্ট্যাকল গ্রাউন্ড একটি আউটডোর ইভেন্ট। এ ছাড়া ফেস্টে রয়েছে দলগত ইভেন্ট, যার মধ্যে রয়েছে রব জ্যাক, টিক টেক টো ও বিঙ্গো। সবচেয়ে আকর্ষণীয় আয়োজন হলো ফুটসাল, যেখানে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ১৬টি দল প্রতিদ্বন্দ্বিতা করবে।

এ ফেস্টিভ্যালের ফ্ল্যাগশিপ ইভেন্ট হলো অ্যালিস ইন বর্ডারল্যান্ড, যা নেটফ্লিক্সের জনপ্রিয় সিরিজ ‘অ্যালিস ইন বর্ডারল্যান্ড’ থেকে অনুপ্রাণিত। এখানে সিরিজ থেকে অনুপ্রাণিত বিভিন্ন খেলা আয়োজন করা হবে, যা থেকে বাছাই করা হবে শেষ প্রতিযোগীকে। এসব আকর্ষণীয় প্রতিযোগিতার সঙ্গে রয়েছে দেয়ালপত্রিকা এবং ‘লেন্সেশন’ নামক ফটোগ্রাফি প্রদর্শনী, যেখান থেকে বাছাই করা হবে সেরা প্রতিযোগীদের।

২৬ ও ২৭ মে আয়োজিত ষষ্ঠ ন্যাশনাল অ্যাডভেঞ্চার ফেস্টিভ্যাল সম্পর্কে বিস্তারিত জানা যাবে এই লিংকে https://facebook.com/events/s/6th-national-adventure-festiva/1147529189243909/ এ আয়োজনের প্রিন্ট পার্টনার হিসেবে রয়েছে প্রথম আলো এবং ম্যাগাজিন পার্টনার হিসেবে আছে কিশোর আলো ও বিজ্ঞানচিন্তা।