চওড়া রাস্তার জন্য জায়গা ছাড়তে নগরবাসীর প্রতি মেয়র আতিকের আহ্বান
চওড়া রাস্তা নির্মাণের জন্য নগরবাসীকে জায়গা ছেড়ে দেওয়ার আহ্বান জানিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম। তিনি বলেন, রাস্তা চওড়া করতে উচ্ছেদ অভিযান চালালে অনেকেই অসন্তুষ্ট হন। কিন্তু রাস্তা চওড়া হলে এর সুবিধা মেয়র বা ওয়ার্ড কাউন্সিলররা নন, জনগণই পাবে। এ ক্ষেত্রে সবাই এগিয়ে এলে কাজটি করা অনেক সহজ হয়।
বুধবার রাজধানীর মিরপুরে ঢাকা উত্তর সিটির ১৪ নম্বর ওয়ার্ড এলাকায় চলমান বিভিন্ন উন্নয়নকাজ পরিদর্শন শেষে স্থানীয় ব্যক্তিদের সঙ্গে মতবিনিময়ের সময় মেয়র এসব কথা বলেন।
ঢাকা উত্তর সিটির আওতাধীন বিভিন্ন এলাকায় রাস্তা অন্তত ২০ ফুট চওড়া করার মতো জায়গা জনগণকে ছাড়ার জন্য আহ্বান জানিয়ে আতিকুল ইসলাম বলেন, শুধু প্রধান সড়ক প্রশস্ত হলে হবে না। পাশাপাশি পার্শ্ব রাস্তা ও অলিগলির রাস্তাও প্রশস্ত করতে হবে। এতে যানজটও কমে যাবে।
মেয়র আতিক বলেন, ‘এলাকাবাসী রাস্তার জন্য জায়গা ছাড়লে রাস্তা নির্মাণ করে দেব। রাস্তা চওড়া হলে সবার সুবিধা। ফায়ার সার্ভিসের গাড়ি ও অ্যাম্বুলেন্স দ্রুত যাওয়া-আসা করতে পারবে।’
নগরের উন্নয়নে জনগণের সহযোগিতার বিকল্প নেই, উল্লেখ করে মেয়র বলেন, জনগণ নিয়মিত গৃহকর পরিশোধ করলে উন্নয়নকাজের জন্য সিটি করপোরেশনের সক্ষমতা বাড়বে। কর পরিশোধের জন্য এখন আর সিটি করপোরেশনের কার্যালয়ে যেতে হয় না। অনলাইনে ঘরে বসেই কর দেওয়া যায়।
শিক্ষার্থীদের মাঠের দাবি নিয়ে আতিকুল ইসলাম বলেন, এই এলাকায় (মিরপুরের শেওড়াপাড়া) খেলার মাঠ করার মতো কোনো জমি সিটি করপোরেশনের নেই। বিভিন্ন সংস্থার কাছে জমি চাওয়া হয়েছে। বেদখল হওয়া খাসজমি খুঁজে বের করা গেলে মাঠ নির্মাণের ব্যবস্থা নেওয়া হবে।