ভিত ঠিক থাকলে জরিমানা করে সুউচ্চ ভবনের বৈধতা দেওয়ার সুপারিশ

জাতীয় সংসদ ভবন
ফাইল ছবি

নিয়মবহির্ভূতভাবে নির্মাণ করা সুউচ্চ ভবনের ভিত ঠিক থাকলে জরিমানা করে এসব ভবনের বৈধতা দেওয়ার পক্ষে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়–সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি। এ বিষয়ে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়কে দ্রুত সিদ্ধান্ত নিতে সুপারিশ করেছে কমিটি।

আজ বৃহস্পতিবার জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত সংসদীয় কমিটির বৈঠকে এ সুপারিশ করা হয়। এর আগেও কমিটি এ সুপারিশ করেছিল। আজ বৈঠক শেষে সংসদ সচিবালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, যেসব সুউচ্চ ভবন নিয়মবহির্ভূতভাবে নির্মিত হয়েছে অথচ রাজউক থেকে যথাসময়ে মনিটরিং করা হয়নি, সেগুলো যাচাই-বাছাই করে ভিত সঠিক থাকলে যৌক্তিক জরিমানা করে বৈধতা প্রদানের বিষয়ে দ্রুত সিদ্ধান্ত গ্রহণের জন্য কমিটি সুপারিশ করে।

এ ছাড়া চট্টগ্রাম শহরের জলাবদ্ধতা নিরসনে খাল পুনঃখনন, সম্প্রসারণ, সংস্কার ও উন্নয়ন প্রকল্পের আওতায় ইতিমধ্যে খনন করা খালগুলো রক্ষণাবেক্ষণের জন্য চট্টগ্রাম সিটি করপোরেশনের কাছে হস্তান্তর করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার সুপারিশ করে কমিটি।

কমিটির সভাপতি মোশাররফ হোসেনের সভাপতিত্বে কমিটির সদস্য নারায়ণ চন্দ্র চন্দ, বজলুল হক, মনোয়ার হোসেন চৌধুরী, আনোয়ারুল আশরাফ খান, সৈয়দা জোহরা আলাউদ্দিন এবং ফরিদা খানম বৈঠকে অংশ নেন।