নয়াপল্টনে পলিথিনে থাকা ককটেল বিস্ফোরণে কিশোর আহত

ককটেল বিস্ফোরণপ্রতীকী ছবি

রাজধানীর নয়াপল্টন এলাকায় পলিথিন ব্যাগের মধ্যে থাকা ককটেল বিস্ফোরণে এক কিশোর আহত হয়েছে। তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আজ শনিবার বেলা আড়াইটার দিকে এ ঘটনা ঘটে। প্রথম আলোকে এ তথ্য নিশ্চিত করেছেন পল্টন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনির হোসেন মোল্লা।

পল্টন থানার ওসি মনির হোসেন মোল্লা প্রথম আলোকে বলেন, নয়াপল্টন এলাকার মিডওয়ে হোটেল গলির হক বে শোরুমের সামনে পরিত্যক্ত পলিথিনের ব্যাগ কুড়িয়ে পায় এক ভবঘুরে কিশোর। এরপরই এটি বিস্ফোরিত হয়। আহত অবস্থায় ওই কিশোরকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পলিথিনের ভেতর ককটেল ছিল।

ওসি আরও বলেন, কে বা কারা সেখানে পলিথিনের ভেতর ককটেল রেখে গেছে, সেটি জানতে ঘটনাস্থলের সিসিটিভির ফুটেজ সংগ্রহ করা হচ্ছে।

পল্টন থানার উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ আলী প্রথম আলোকে বলেন, বিস্ফোরণে কিশোরের ডান হাত ও শরীরের বিভিন্ন জায়গায় জখম হয়েছে।