‘জ্বালানি মন্ত্রণালয়ের’ স্টিকার লাগানো গাড়ির ধাক্কায় পা ভেঙেছে মোটরসাইকেলচালকের

সড়ক দুর্ঘটনা
প্রতীকী ছবি

রাজধানীর রমনা এলাকায় ‘জ্বালানি মন্ত্রণালয়’ লেখা একটি গাড়ির ধাক্কায় এক মোটরসাইকেলচালকের পা ভেঙে গেছে। তাঁর নাম ইকরামুল রাব্বি (২৭)। আহত হয়েছেন মোটরসাইকেলের আরোহী হেলাল উদ্দিন (২৮)। রোববার রাত সাড়ে আটটার দিকে হেয়ার রোডে এ ঘটনা ঘটে।

আহত ইকরামুল ও হেলাল ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। হেলাল প্রথম আলোকে বলেন, তাঁরা দুজন একটি বেসরকারি প্রতিষ্ঠানের কর্মী। অফিস মহাখালী ডিওএইচএস এলাকায়। অফিস থেকে ডেমরার বাসায় ফিরছিলেন। পথে মিন্টো রোড থেকে কাকরাইলের দিকে যাওয়ার সড়কে একটি গাড়ি তাঁদের মোটরসাইকেলকে ধাক্কা দিলে তাঁরা পড়ে যান। এতে চালক ইকরামুলের ডান পা ভেঙেছে। তিনি নিজেও সামান্য আহত হয়েছেন।

হেলাল উদ্দিন বলেন, গাড়িটিতে ‘জ্বালানি মন্ত্রণালয়’ লেখা স্টিকার লাগানো ছিল। দুর্ঘটনার পর ওই গাড়িতে করেই তাঁদের হাসপাতালে নেওয়া হয়। পরে হাসপাতাল থেকে গাড়িটি চলে যায়।

রমনা থানার উপপরিদর্শক (এসআই) জয়নাল আবেদিন প্রথম আলোকে বলেন, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দেখে আহত ব্যক্তিদের হাসপাতালে নেওয়া হয়েছে।

ঢাকা মেডিকেল কলেজ পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. বাচ্চু মিয়া বলেন, আহত ইকরামুল জরুরি বিভাগে চিকিৎসাধীন আছেন। তাঁর ডান পা ও হাঁটুতে ফ্র্যাকচার (ভেঙেছে) হয়েছে।