ডেঙ্গুতে মৃত্যু নেই, হাসপাতালে নতুন ১৮৪ রোগী ভর্তি

ডেঙ্গু রোগী
ফাইল ছবি

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় (গতকাল মঙ্গলবার সকাল ৮টা থেকে আজ বুধবার সকাল ৮টা পর্যন্ত) ১৮৪ জন নতুন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এ সময় ডেঙ্গুতে কেউ মারা যাননি। চলতি বছরে এখন পর্যন্ত ২৬৭ জন ডেঙ্গুতে মারা গেছেন।

স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের সর্বশেষ ডেঙ্গু পরিস্থিতির তথ্যানুযায়ী, ২৪ ঘণ্টায় ঢাকা মহানগরের হাসপাতালগুলোয় নতুন রোগী ভর্তি হয়েছেন ১০০ জন, ঢাকার বাইরে ৮৪ জন।

চলতি বছরে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হওয়া রোগীর সংখ্যা দাঁড়াল ৬০ হাজার ৯২৬। তাঁদের মধ্যে ঢাকায় ভর্তি হয়েছেন ৩৮ হাজার ৪৩১ জন ও ঢাকার বাইরে ২২ হাজার ৪৯৫ জন।

বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে ৯১৬ জন ডেঙ্গু রোগী ভর্তি আছেন। এর মধ্যে ঢাকা মহানগরের সরকারি-বেসরকারি হাসপাতাল মিলিয়ে রোগী ভর্তি ৪৯৪ জন। ঢাকার বাইরের হাসপাতালে ৪২২ জন।

চলতি বছরে এখন পর্যন্ত ডেঙ্গুতে মারা যাওয়া ২৬৭ জনের মধ্যে ঢাকা মহানগরে মারা গেছেন ১৬৫ জন এবং ঢাকার বাইরে বিভিন্ন জেলায় ১০২ জন।

চলতি মাসে এখন পর্যন্ত মৃত্যু হয়েছে ১৩ জনের, আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৩ হাজার ৫৬৮ জন। ডেঙ্গুতে সবচেয়ে বেশি ১১৩ জন মারা যান গত নভেম্বরে। এ সময় হাসপাতালে ভর্তি হয়েছেন ১৯ হাজার ৩৩৪ জন। তবে সবচেয়ে বেশি ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছিলেন অক্টোবরে। ওই মাসে ২১ হাজার ৯৩২ জন রোগী হাসপাতালে ভর্তি হন। তাঁদের মধ্যে মারা যান ৮৬ জন।

দুই দশকের বেশি সময় ধরে ডেঙ্গু বাংলাদেশে বড় ধরনের জনস্বাস্থ্য সমস্যা। ২০০০ সালের পর থেকে প্রতিবছর বহু মানুষ ডেঙ্গুতে আক্রান্ত হচ্ছেন এবং এতে মৃত্যুও হচ্ছে। গত বছর ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ২৮ হাজার ৪২৯ জন হাসপাতালে ভর্তি হন। এর মধ্যে ১০৫ জনের মৃত্যু হয়েছিল।