রাজধানীর গুলশানে শ্রমিক লীগ নেতাকে ছুরিকাঘাত

ছুরিকাঘাত
প্রতীকী ছবি

রাজধানীর গুলশানে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে আফজাল মোল্লা (৪৫) নামের শ্রমিক লীগের এক নেতা আহত হয়েছেন। আজ বুধবার (৮ নভেম্বর) রাত সাড়ে আটটার দিকে এ ঘটনা ঘটে।

আহত আফজাল মোল্লাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁর ডান বাহু জখম হয়েছে।
আফজাল মোল্লা গুলশান থানা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক।

ঢামেক হাসপাতালে চিকিৎসাধীন আফজাল মোল্লা নিজেকে একজন পরিবহন ব্যবসায়ী বলে দাবি করেন। তিনি প্রথম আলোকে বলেন, গুলশান ১ নম্বরে ডিএনসিসি মার্কেটের সামনে দাঁড়িয়েছিলাম। এ সময় ৮-১০ জন কিছু বুঝে ওঠার আগেই হামলা চালায়।

এ বিষয়ে জানতে যোগাযোগ করা হলে গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বি এম ফরমান আলী প্রথম আলোকে বলেন, হামলার বিষয়ে খোঁজ নেওয়া হচ্ছে।